TRENDING:

Murshidabad News: আজব কান্ড, ভগবানগোলায় গরম হচ্ছে বাড়ির মেঝে! চাঞ্চল্য

Last Updated:
Murshidabad News: স্থানীয় মীরা দাস নামে এক মহিলার বাড়ির মেঝে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎই গরম হতে শুরু করে। আজ শুক্রবারও, অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও, মেঝের ওই নির্দিষ্ট জায়গাটি এখনও যেন আগুনে থাকা কড়াইয়ের মত গরম হয়ে রয়েছে।
advertisement
1/6
আজব কান্ড, ভগবানগোলায় গরম হচ্ছে বাড়ির মেঝে! চাঞ্চল্য
একে কি বলবেন! বিজ্ঞান না কুসংস্কার, ঘটনায় এমন প্রশ্নই উঠছে এখন। ভগবানগোলা থানার অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বাটিকা মারি হিন্দু পাড়ায় ঘটল এমনই এক ‘অলৌকিক’ ঘটনা (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/6
স্থানীয় মীরা দাস নামে এক মহিলার বাড়ির মেঝে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎই গরম হতে শুরু করে। আজ শুক্রবারও, অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও, মেঝের ওই নির্দিষ্ট জায়গাটি এখনও যেন আগুনে থাকা কড়াইয়ের মত গরম হয়ে রয়েছে। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
3/6
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এলাকায়। কেউ একে ঈশ্বরের শক্তি বলছেন, কেউ আবার অপার্থিব প্রভাবের কথা তুলছেন। মীরা দেবী প্রথমে প্রতিবেশীদের জানান, পরে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। পুলিশ এলেও কারণ বুঝতে না পেরে ফিরে যান তারা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
4/6
স্থানীয়দের বিশ্বাসে মেঝেটি ঠান্ডা করতে সেখানে পুজো দেওয়াও শুরু হয় ফুল, দুধ ও মিষ্টি দিয়ে। পরিবারের সদস্যরা ভগবানের কাছে প্রার্থনা করেন, আর অবাক করা কাণ্ড পুজোর পর থেকেই অনেকটা কমে যায় ওই স্থানের তাপমাত্রা। যদিও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই দাবি মানতে নারাজ। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
5/6
বৃহস্পতিবার রাতেই এই খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বহরমপুর শাখায়। এদিন শুক্রবার দুপুরে বিজ্ঞান মঞ্চের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকা পরিদর্শন করেন। যদিও তারা এখনও কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাননি। তাঁদের বক্তব্য, আগামী এক-দুই দিনের মধ্যে পুনরায় এসে পরীক্ষার মাধ্যমে আসল উৎস উদঘাটনের চেষ্টা করবেন। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
6/6
এই দু'দিনের ঘটনা ফের দেখিয়ে দিল বর্তমান যুগেও বিজ্ঞান ও কুসংস্কার মানুষের মনে সমানভাবে প্রভাব বিস্তার করে রয়েছে। এখন গোটা এলাকার মানুষজন অপেক্ষা করছেন, বিজ্ঞান এর কী ব্যাখ্যা দেয় এই গরম মেঝের রহস্যের। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: আজব কান্ড, ভগবানগোলায় গরম হচ্ছে বাড়ির মেঝে! চাঞ্চল্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল