Murshidabad News: পিকনিকে DJ বাজিয়ে হুল্লোড়ের আগে সাবধান! এবার স্পটেই হানা দিল পুলিশ, বাজেয়াপ্ত একাধিক DJ বক্স-মিক্সার মেশিন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Murshidabad News: এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালায় পুলিশ। পিকনিক স্পট থেকেই ছ'টি DJ বক্স ও মিক্সার মেশিন বাজেয়াপ্ত করা হয়।
advertisement
1/5

শীতকাল মানেই পিকনিকের মরশুম। আর এখনকার অধিকাংশ পিকনিক স্পটে উচ্চস্বরে বাজতে থাকে ডিজে। শব্দদানবের তাণ্ডবে নাজেহাল হতে হয় আশেপাশের মানুষকে। এবার সেই পিকনিক স্পট থেকেই ছ'টি DJ বক্স ও মিক্সার মেশিন বাজেয়াপ্ত করল হরিহরপাড়া থানার পুলিশ। আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। পুলিশের ভুমিকায় খুশি হরিহরপাড়ার বাসিন্দারা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/5
হরিহরপাড়া থানার অন্তর্গত একাধিক পিকনিক স্পটে নিয়ম ভেঙে ডিজে বক্স বাজিয়ে নাচাগানার অভিযোগ উঠেছে। প্রচণ্ড শব্দে রাতভর জেরবার হতে হয় এলাকার সাধারণ মানুষকে।
advertisement
3/5
সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এছাড়াও শব্দদূষণের জেরে শিশু ও বয়স্কদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
4/5
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চালাল হরিহরপাড়া থানার পুলিশ। অভিযান চলাকালীন বিভিন্ন পিকনিক স্পট থেকে মোট ৬টি ডিজে বক্সের মেশিন বাজেয়াপ্ত করা হয়। পুলিশের এই ভূমিকায় এলাকার মানুষ ভীষণ খুশি।
advertisement
5/5
হরিহরপাড়া থানার আইসি অরুপ রায় জানিয়েছেন, অনুমতি ছাড়া উচ্চস্বরে ডিজে বাজানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পিকনিকে DJ বাজিয়ে হুল্লোড়ের আগে সাবধান! এবার স্পটেই হানা দিল পুলিশ, বাজেয়াপ্ত একাধিক DJ বক্স-মিক্সার মেশিন