স্মার্ট টিভি, ওয়েব ক্যামেরা আরও কত কী! কান্দি পেল একটুকরো...! সুবিধা পাবে সবাই, কিন্তু কীভাবে জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
প্রশাসনিক মিটিং হোক বা সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনা, এবার অত্যাধুনিক প্রযুক্তির নতুন এই কনফারেন্স ভবন দেবে বিশেষ পরিষেবা।
advertisement
1/6

প্রশাসনিক মিটিং হোক বা সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনা, এবার অত্যাধুনিক প্রযুক্তির নতুন এই কনফারেন্স ভবন দেবে বিশেষ পরিষেবা।
advertisement
2/6
কান্দি ব্লক প্রশাসন ও কান্দি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে চালু করা হল অত্যাধুনিক মানের সু-সজ্জিত এই কনফারেন্স ভবনের।
advertisement
3/6
প্রাচীন শহর কান্দি। কান্দি পৌরসভা লাগোয়া কান্দি ব্লক অফিস। ফলে মিটিং হোক বা সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনা এমনকি পঞ্চায়েতের বিভিন্ন স্তরের মিটিং করার জন্য এতদিন ছিল না কোনও ভাল বৈঠক করার জায়গা।
advertisement
4/6
তাই পঞ্চায়েত দফতরের আর্থিক সহায়তায় কান্দি ব্লক মোড়ে নজরুল ভবনে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কনফারেন্স ভবনের উদ্বোধন করা হয়।
advertisement
5/6
কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার জানিয়েছেন, আগামী দিনে এই ভবন যেকেউ ব্যবহার করতে চাইলে নির্দিষ্ট অর্থ দিয়ে তা ভাড়া নিতে পারবেন।
advertisement
6/6
বৈঠক করার জন্য আছে উন্নত প্রযুক্তির মাইক, ওয়েব ক্যামেরার ব্যবস্থা। এমনকি স্মার্ট টিভি। একসঙ্গে ২৫০জন বসার ব্যবস্থা সহ সমস্ত রকম পরিষেবা থাকছে। যোগাযোগ করতে হবে কান্দি পঞ্চায়েত সমিতির অফিসেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
স্মার্ট টিভি, ওয়েব ক্যামেরা আরও কত কী! কান্দি পেল একটুকরো...! সুবিধা পাবে সবাই, কিন্তু কীভাবে জানুন