Indian Army Bike Rally: সেনা জওয়ানরা বাইক নিয়ে দাপিয়ে বেড়াল মুর্শিদাবাদের রাস্তায়! বিজয় দিবসের আবেগে ভাসল 'নবাবের শহর'
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad Indian Army Bike Rally: বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড মুর্শিদাবাদে। রাইডাররা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের নবগ্রাম সেনা বাহিনীর ক্যাম্পে।
advertisement
1/5

বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড আয়োজিত হল মুর্শিদাবাদে। বিজয় র‍্যালি ২০২৫ শেষ মুহূর্তের রাইড গুয়াহাটি থেকে রাইডাররা এসে উপস্থিত হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম সেনা বাহিনীর ক্যাম্পে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
2/5
শনিবার সকালে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা ভ্রমণ করে কলকাতার পথে রওনা দেয়। মুর্শিদাবাদের নবগ্রাম থেকেই বেরিয়ে পড়ে সেনা বাহিনীর জওয়ানদের বিজয় র‍্যালি ২০২৫।
advertisement
3/5
১৯৭১ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয় উদযাপন। গুয়াহাটি থেকে বিনাগুড়ির দিকে এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
advertisement
4/5
উত্তর-পূর্ব সীমান্তবর্তী একাধিক রাজ্য জুড়ে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড চলছে। বিজয় র‍্যালি ২০২৫-র প্রথম দিন, গোয়াহাটি থেকে বিনাগুড়ির দিকে এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
advertisement
5/5
এই বাইক রাইডিং ডিসেম্বরের ১ তারিখ শুরু হয় গুয়াহাটি থেকে বিনাগুড়ি সেখান থেকে শুখনা। আবার শুকনা থেকে মালদা । মালদা থেকে হিলি। আবারও হিলি থেকে বৈষ্ণবনগর হয়ে নবগ্রাম। নবগ্রাম আর্মি ক্যাম্প থেকেই জওয়ানদের বাইক ব়্যালি শনিবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Army Bike Rally: সেনা জওয়ানরা বাইক নিয়ে দাপিয়ে বেড়াল মুর্শিদাবাদের রাস্তায়! বিজয় দিবসের আবেগে ভাসল 'নবাবের শহর'