TRENDING:

Christmas 2025: কলকাতার সঙ্গে টেক্কা, তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদ! ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ছোঁয়ায় ভোলবদল কান্দির

Last Updated:
Murshidabad Christmas 2025: শীতের আমেজ গায়ে মেখে সেজে উঠেছে পার্ক স্ট্রিটের আদলে সেজে উঠেছে মুর্শিদাবাদ। সবমিলিয়ে বিশাল আয়োজন।
advertisement
1/6
কলকাতার সঙ্গে টেক্কা, ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ছোঁয়ায় ভোলবদল কান্দির
হাজির ক্রিসমাস। শীতের আমেজ গায়ে মেখে সেজে উঠেছে পার্ক স্ট্রিটের আদলে সেজে উঠেছে মুর্শিদাবাদ। (ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)
advertisement
2/6
ক্রিসমাস ফেস্টিভ্যাল সাজিয়ে তোলা হয়েছে মুর্শিদাবাদের কান্দিতে  কান্দি নারায়ণধার পার্কে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জাতে। এছাড়াও আছে ক্রিসামাস ট্রি। সকাল হতেই ভিড় জমতে শুরু করেছে পার্কের মধ্যে।
advertisement
3/6
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই সাজিয়ে তোলা হয় এই পার্ক। মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন বড় দিন থেকে নতুন বছর পর্যন্ত। তাই পর্যটকদের আকর্ষণ করতেই সাজিয়ে তোলা হয় শহরকে। প্রায় দু'কিলোমিটার জুড়ে আলোকসজ্জা বিভিন্ন উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শহরকে। যে কারণে সেলফি তুলতে ভিড় জমতে শুরু করেছে।
advertisement
4/6
যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহর জুড়ে মোতায়েন পুলিশ বাহিনী। এছাড়াও নজরদারি চালানো হচ্ছে সিসি ক্যামেরায়। বাইরে আগত পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেটাও দেখছে পুলিশ ও পুরসভা।
advertisement
5/6
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, পার্কস্ট্রিটের আদলে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র এলাকা। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা মূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
advertisement
6/6
খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মানুষজনের ভিড় জমে চার্চ এলাকায়। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বড়দিনের সন্ধ্যা ও বড়দিনের রাত। ইতিমধ্যেই সমগ্র এলাকা সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। (ছবি ও তথ্য - কৌশিক আধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Christmas 2025: কলকাতার সঙ্গে টেক্কা, তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদ! ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ছোঁয়ায় ভোলবদল কান্দির
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল