Independence Day 2025: আগে কখনও দেখেননি! এমনই পতাকা মিছিলে মাতল মুর্শিদাবাদ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
লালবাগে ৪৮০ ফুট ও সাগরদিঘীতে ২০০ ফুট জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা।
advertisement
1/8

শুক্রবার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষ একটি সংগঠনের উদ্যোগে ৪৮০ ফুট জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করা হল। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
2/8
লালবাগের বিএসএফ ক্যাম্প মোড় থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের SDPO অকল দেব মহাদেব সহ বিশিষ্ট ব্যক্তিরা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
3/8
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রায় ৪৮০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে একটি পদযাত্রার আয়োজন করেছিল এক সংস্থা । এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই পদযাত্রার মাধ্যমে ঐক্যের বার্তা তুলে ধরা উদ্দেশ্য এই সংস্থার। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
4/8
বন্দে মাতরম' এবং 'ভারত মাতা কি জয়' ধ্বনি দিয়ে, মুর্শিদাবাদ শহরের বিভিন্ন স্থান থেকে আগত সাধারণ মানুষ নবাবের শহরে এই পদযাত্রাতে পা মেলান। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
5/8
আয়োজকেরা জানিয়েছেন, কারিগররা অক্লান্ত পরিশ্রম করে ৪৮০ ফুটের মাপ বিশিষ্ট এই জাতীয় পতাকা তৈরি করছেন। স্বাধীনতা দিবসের দিন সকালে মুর্শিদাবাদ শহরে জাতীয় পতাকা নিয়ে মুর্শিদাবাদ শহর পরিক্রমা করবে। আমাদের বার্তা একটাই সর্ব ধর্ম সমন্বয় বজায় রাখতেই এই পতাকা নিয়ে পদযাত্রা আয়োজন করা হয়। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
6/8
অন্যদিকে, সাগরদিঘী বাস স্ট্যান্ডে আয়োজিত হয় ‘ট্রিবিউট টু পুলওয়ামা অ্যাটাক’ শীর্ষক উদ্বোধনী নৃত্য, যেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আবেগঘন মুহূর্তের পরই আসে দিনের সবচেয়ে বড় চমক হয় ২০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
7/8
পদযাত্রায় অংশ নেন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী, ট্রাস্টের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। সারা পথ জুড়ে দেশপ্রেমের গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাগরদিঘীর রাস্তাঘাট। স্থানীয় মানুষজনও উচ্ছ্বাসের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
8/8
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, “প্রতিবছরই আমরা স্বাধীনতা দিবসে নতুন কিছু করার চেষ্টা করি। এই বছর ২০০ ফুট জাতীয় পতাকার পদযাত্রা আমাদের গর্ব ও ঐক্যের প্রতীক।” ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Independence Day 2025: আগে কখনও দেখেননি! এমনই পতাকা মিছিলে মাতল মুর্শিদাবাদ