Durga Puja 2025: জেলায় প্রথম, মায়ের বিসর্জনে গঙ্গায় অভিনব প্রযুক্তি! দেখেই অবাক বাসিন্দারা, জানুন কী
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
বিজয়া দশমীতে মা দুর্গার ফেরার পালা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গঙ্গা ভাগীরথী নদীর ঘাটে চলল প্রতিমা নিরঞ্জন পর্ব।
advertisement
1/5

বিজয়া দশমীতে মা দুর্গার ফেরার পালা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গঙ্গা ভাগীরথী নদীর ঘাটে চলল প্রতিমা নিরঞ্জন পর্ব। বৃহস্পতিবার বিকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কলেজ ঘাটে প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলবে প্রতিমা নিরঞ্জন পর্ব। জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটে লোহার পাত দিয়ে এই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা গ্রহণ করা হয়। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
advertisement
2/5
এবছর এই প্রথম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম তার উদ্যোগে তৈরি করা হয়েছে বিশেষ প্রযুক্তি। অন্যান্য বছর বেশ কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
3/5
বিজয়া দশমী মানেই মন খারাপ বাঙালির। আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন শহরবাসী ৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে। আবার অপেক্ষা এক বছরের তবু, বছরের এই শেষ দিনটায় একটুও মন খারাপ করে থাকতে রাজি নন মুর্শিদাবাদ জেলাবাসী৷ চেটেপুটে দশমীতেও আনন্দ করছেন সকলে।
advertisement
4/5
প্রতিমা নিরঞ্জনের সময় যাতে গঙ্গার ঘাটে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়৷ সেই কারণে বহরমপুর থানার পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থাও। জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ।
advertisement
5/5
দশমীর সকালে দর্পণে বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এদিন মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। যা দেখা যায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে সেই ছবি। অন্যদিকে সমস্ত ঘাটেই মোতায়েন আছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: জেলায় প্রথম, মায়ের বিসর্জনে গঙ্গায় অভিনব প্রযুক্তি! দেখেই অবাক বাসিন্দারা, জানুন কী