Mother : ছেলের স্বপ্নপূরণের জন্য খুচরো টাকা জমিয়েছিলেন মা! সেই টাকায় এমন জিনিস কিনলেন, সবার চোখে জল
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Bike : ছেলের স্বপ্ন পূরণ করতে তিল তিল করে সঞ্চয় করা মায়ের জমানো খুচরো টাকায় কিনে দেওয়া হল মোটরবাইক। ঘটনাটি সামনে আসতেই আবেগাপ্লুত হয়ে পড়েন শোরুম কর্তৃপক্ষ-সহ উপস্থিত বহু মানুষ।
advertisement
1/6

নবগ্রাম, তন্ময় মন্ডল: ছেলের স্বপ্ন পূরণ করতে তিল তিল করে সঞ্চয় করা মায়ের জমানো খুচরো টাকায় কিনে দেওয়া হল মোটরবাইক। ঘটনাটি সামনে আসতেই আবেগাপ্লুত হয়ে পড়েন শোরুম কর্তৃপক্ষ-সহ উপস্থিত বহু মানুষ।
advertisement
2/6
ঘটনাটি ঘটেছে নবগ্রাম এলাকার পলসন্ডা এলাকার সোহানা বাজাজ বাইক শোরুমে। নবগ্রামের এক যুবক বহুদিন ধরেই একটি মোটরবাইক কেনার স্বপ্ন দেখছিল। সেই ইচ্ছার কথা একসময় সে তার বাবা-মাকে জানালেও, তখন সংসারের আর্থিক অবস্থা ভাল না থাকায় তার স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি।
advertisement
3/6
কিন্তু সন্তানের স্বপ্নকে হারিয়ে যেতে দিতে চাননি মা। এরপর থেকেই প্রতিদিন অল্প অল্প করে জমানো শুরু করেন টাকা। বছরের পর বছর ধরে খুচরো টাকা জমিয়ে অবশেষে প্রস্তুত করেন সেই স্বপ্নের মূল্য।
advertisement
4/6
শেষমেশ স্বামী-স্ত্রী তাঁদের ছেলেকে সঙ্গে নিয়ে হাজির হন পলসন্ডা সোহানা বাজাজ শোরুমে। মায়ের জমানো অসংখ্য খুচরো কয়েন ও নোট দেখে চমকে যান শোরুমের মালিক ও কর্মীরা।
advertisement
5/6
অনেকের চোখেই জল এসে যায় সেই দৃশ্য দেখে। “আজকের দিনে এমন ঘটনা খুব কমই দেখা যায়। একজন মায়ের ভালবাসা আর ত্যাগ আমাদের সত্যিই মুগ্ধ করেছে।”
advertisement
6/6
এ যেন শুধু একটি বাইক কেনা নয়, এক মায়ের ভালবাসা এবং সন্তানের স্বপ্ন পূরণের জন্য কঠিন পরীক্ষার এক জীবন্ত উদাহরণ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mother : ছেলের স্বপ্নপূরণের জন্য খুচরো টাকা জমিয়েছিলেন মা! সেই টাকায় এমন জিনিস কিনলেন, সবার চোখে জল