Murshidabad News: বহরমপুরের ঐতিহ্য! নৈহাটির বড় মা-এর মতোই! খাগড়া ভৈরবতলার ১৫০ বছরের ভৈরব পূজায় নামল ভক্তদের ঢল
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Murshidabad News: বহরমপুরের খাগড়া ভৈরবতলার শতাধিক বছরের ঐতিহ্যবাহী পুজোয় নামল বিশাল শোভাযাত্রা। দুইতলা ভৈরব প্রতিমা, ঢাক-ঢোল, আর গঙ্গা ঘাটে নিরঞ্জন দেখতে ভিড় জমালেন হাজারো ভক্ত।
advertisement
1/6

শুধু নৈহাটির বড় মা মতোই বহরমপুরে বড় ভৈরব শোভাযাত্রা নামল ভক্তদের ঢল। কার্তিক মাসের শেষ দিনে বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয়। ভৈরবের বিসর্জনকে কেন্দ্র করে বড় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন বহু ভক্ত। (তথ্য ও ছবি কৌশিক অধিকারী)
advertisement
2/6
খাগড়া থেকে শোভাযাত্রা বের হতেই রাস্তার দুই ধারে অগনিত ভক্তরা ভিড় জমান। শোভাযাত্রা বের করে গোটা শহরের একাংশ পরিক্রমা করে বহরমপুরে গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় সন্ধ্যায়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন ।
advertisement
3/6
বহরমপুরে বাবার নামেই নামাঙ্কিত খাগড়া ভৈরবতলার বাবা ভৈরবের পুজোর ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে পুজো কমিটির এক সদস্যের কাছ থেকে জানা যায় যে, বাবার পুজো শুরু হয়েছিল আনুমানিক প্রায় ১৫০ বছর আগে ৷
advertisement
4/6
কিন্তু বাবার পুজোর আদিস্থান এখানে নয় ৷ কোনো অন্য স্থানে এক নলখাগড়ার বনেই ছিল বাবার আরাধনাক্ষেত্র ৷ সেই বন কোনো কারণবশত পুড়ে যাবার পরে বাবার দেহের বা বাবার পুজোর একটি অংশ শোনা যায় 'চিমটা' বর্তমান পুজাস্থলে এসে পড়ে ৷
advertisement
5/6
তখন বাবার সেই অংশ দেখার পর থেকেই তৎকালীন স্থানীয় বাসিন্দারা এখানেই বাবার পুজোর শুরু করেন ৷ যা আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহ্য ও ভক্তিপূর্ণ প্রিয় উৎসবের রূপ নিয়েছে ৷ কার্তিক মাসের শেষ দিনে পুজো অংশ গ্রহণ করেন সকলেই।
advertisement
6/6
তবে পুজো থেকেও ভক্তদের মধ্যে উৎসাহ আর উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো। এই নিরঞ্জন পর্ব করা হয় মহা ধুমধামের সঙ্গে।ঢাক ঢোল বাজনা ও বক্স সহ বিশাল শোভাযাত্রা বের করা হয় বহরমপুরের ভৈরব কে নিয়ে । তবে বিশাল দুই তলা সমান এই ভৈরবের দর্শন করতে রাস্তার দুইধারে জনশ্রুত ছিল চোখে পড়ার মতো। (তথ্য ও ছবি কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বহরমপুরের ঐতিহ্য! নৈহাটির বড় মা-এর মতোই! খাগড়া ভৈরবতলার ১৫০ বছরের ভৈরব পূজায় নামল ভক্তদের ঢল