Sundarbans: শেষ হতে চলেছে লো-ভোল্টেজ, লোডশেডিংয়ের ঝামেলা! সুন্দরবনে বড় পদক্ষেপ নিতে চলেছে বিদ্যুৎ দফতর
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে বেশ কয়েকটি বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে জেলার বিদ্যুৎ বিভাগ।
advertisement
1/6

দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে বেশ কয়েকটি বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে জেলার বিদ্যুৎ বিভাগ। সুন্দরবনের ছোট মোল্লাখালিতেও হবে নতুন সাব স্টেশন।
advertisement
2/6
এর জন্য মোট ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তার যাবে গোমোর ও বিদ্যাধরী নদীর উপর দিয়ে, জেলার বিদ্যুৎ বিভাগ সূত্রে একথা জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বিদ্যুৎ বিভাগের এক শীর্ষকর্তা বলেন, ছোট মোল্লাখালির ওই কাজের জন্য ইতিমধ্যেই কয়েকটি জায়গায় বিদ্যুতের পোল বসানোর কাজ জোরকদমে চলছে।
advertisement
3/6
জেলার বিদ্যুৎ বিভাগ সূত্রে খবর, জয়নগরের ধোসায় বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখার জন্য একটি অস্থায়ী সাব-স্টেশন করা হয়েছে। আরও নতুন সাব-স্টেশন নির্মাণের জন্য শীঘ্রই টেন্ডার ডাকা হবে। জয়নগরের মনিরতট এলাকায় এই কাজ শুরু হয়েছে।
advertisement
4/6
জেলার সব জায়গাতেই ৩৩/১১ কেভি সাব-স্টেশন হবে। সুন্দরবনের মৈপীঠে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ পরিষেবা সমস্যার মধ্যে রয়েছে। লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের সমস্যা এড়াতে নদ মৈপীঠের দেবীপুর বাজারের কাছে জ সাব-স্টেশন নির্মাণের জন্য জমি পাওয়া গিয়েছে।
advertisement
5/6
এছাড়াও ঝড়খালি, ক্যানিংয়ের হেরোভাঙা, মৌখালি, এ রায়দিঘির নন্দকুমারপুর, বারুইপুরের সে কুমোরহাট, উস্থির হটুগঞ্জ, মগরাহাটের শেরপুরে সাব-স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কয়েকটি জায়গায় দ্রুত কাজ শুরু হবে।
advertisement
6/6
জেলা বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক বলেন, ছোট মোল্লাখালিতে সাব-স্টেশন নির্মাণের জন্য প্রথম পর্যায়ে রাজাপুর থেকে কচুখালি গোমোর নদীর উপর দিয়ে তার নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে কচুখালি থেকে বড় মোল্লাখালি বিদ্যাধরী নদীর উপর দিয়ে ওই তার যাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarbans: শেষ হতে চলেছে লো-ভোল্টেজ, লোডশেডিংয়ের ঝামেলা! সুন্দরবনে বড় পদক্ষেপ নিতে চলেছে বিদ্যুৎ দফতর