Mukutmanipur: মুকুটমণিপুরে যাওয়ার প্ল্যান? আপনার জন্য রয়েছে বড় চমক, জেনে নিন বিস্তারিত
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
মুকুটমণিপুরে বড় চমক, মাত্র ৫০ টাকায় ঘুরুন মুকুটমণিপুর
advertisement
1/6

মুকুটমণিপুর ঘুরতে গিয়ে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইকো সাইকেল। চাইলে আপনার মনের মানুষকে চাপিয়ে একান্তে ঝামেলা ছাড়াই ঘুরে দেখুন মুকুটমণিপুর। মনোরম প্রকৃতির মধ্যে আনন্দের সঙ্গে চালান সাইকেল।
advertisement
2/6
একদম ইকো ফ্রেন্ডলি ভাবে যাতায়াত করার সুযোগ তাও আবার মুকুটমণিপুরের মনোরম পরিবেশে সাইকেলের মাধ্যমে।
advertisement
3/6
খাতড়া মহকুমার তরফে এবং মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে শুরু হয়েছে ইকো সাইকেল পরিষেবা। মাত্র ৫০ টাকা মূল্যে প্রতি ঘন্টায় এবং ৩০০ টাকার বিনিময়ে সারাদিন চালাতে পারবেন এই সাইকেল।
advertisement
4/6
মুকুটমণিপুর এসে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি-র টুরিস্ট ইনফর্মেশন সেন্টারে যোগাযোগ করলেই বুক করতে পারবেন সাইকেল। রয়েছে আধুনিক হাইড্রোলিক লাগানো সাইকেল, ডুয়েল প্যাডেল সাইকেল যা যুগলদের বিশেষ পছন্দ। দুই সিটওলা ডাবল প্যাডেল এই সাইকেল দুইজন মিলে চালাতে পারবেন।
advertisement
5/6
মুকুটমণিপুরে ঘুরে দেখার জায়গার শেষ নেই। অনেক জায়গা এখনও পর্যটকদের কাচে অজানা। সেই-সব জায়গায় অনায়াসে ঘুরে বেড়াতে পারেন ইকো সাইকেলে চেপে।
advertisement
6/6
ইকো সাইকেল শুধু নামেই ইকো নয়, কাজেও পরিবেশবান্ধব। প্রাকৃতিক সৌন্দর্যে মোরা মুকুটমণিপুরের পরিবেশ স্বচ্ছ রাখতে ইকো সাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত সাধারণ মানুষের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mukutmanipur: মুকুটমণিপুরে যাওয়ার প্ল্যান? আপনার জন্য রয়েছে বড় চমক, জেনে নিন বিস্তারিত