Bizzare Incident: নিয়তি আর কাকে বলে! জীবন ভর লড়াই করে কাটিয়ে, মৃত্যুও হল মর্মান্তিক, নিজেদের বাড়ি চাপা পড়েই মারা গেলেন দম্পতি
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Mud House Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি! ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু দম্পতির
advertisement
1/5

মাটির বাড়ি ভেঙে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে।( চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটের নাগাদ জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর গ্রামের মহম্মদ ইউনুস মল্লিকের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যান মহম্মদ ইউনুস ও তার স্ত্রী।
advertisement
3/5
এলাকাবাসী বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনে ছুটে যান কিন্তু কোনভাবেই তাদের উদ্ধার করতে পারেননি। শেষে জেসিবি মেশিন ডাকা হয়। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাটির বাড়ি সরিয়ে তাদের উদ্ধার করা হয়। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
4/5
দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় জামালপুর থানায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত দম্পতির নাম ইউনুস মল্লিক( ৫৫) ও রিজিয়া বেগম মল্লিক (৪৮) ।
advertisement
5/5
স্থানীয়দের অনুমান, কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আর এই বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে মাটির ওই বাড়িটি। ( চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bizzare Incident: নিয়তি আর কাকে বলে! জীবন ভর লড়াই করে কাটিয়ে, মৃত্যুও হল মর্মান্তিক, নিজেদের বাড়ি চাপা পড়েই মারা গেলেন দম্পতি