Alipore Zoo Business : বিরাট ব্যবসা! আয় হচ্ছে প্রচুর, কী কারণে আলিপুর চিড়িয়াখানা টানছে সবচেয়ে বেশি পর্যটক?
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
২০২৪ সালের ১ লা এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের কোন চিড়িয়াখানায় কতজন পর্যটক গিয়েছেন এবং তাতে কত টাকা আয় হয়েছে তার একটি রিপোর্ট তৈরি করেছে বনদফতর। তাতেই উঠে এসেছে এই তথ্য।
advertisement
1/6

এবার দার্জিলিংয়ের চিড়িয়াখানার বদলে আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছেন বেশি পর্যটক। পরিসংখ্যান সেটাই বলছে এবার। গত এক বছরে সেখানে গিয়েছেন ৩৩ লক্ষ ২৯ হাজার ৭৭৬ জন।
advertisement
2/6
সাধারণত দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে পর্যটকরা একবার অন্তত ঘুরে দেখে আসেন সেখানকার চিড়িয়াখানা। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে গত একবছরে সাত লক্ষ ৬৬ হাজার ৪৯২ জন দর্শক গিয়েছিলেন। টিকিট বাবদ আয় হয়েছে, ছ'কোটি ৪৯ লক্ষ ৮৫ হাজার ৭৩৯ টাকা।
advertisement
3/6
পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ আলিপুর চিড়িয়াখানা আয় করেছে ১৮ কোটি ৫৭ লক্ষ ৯৪ হাজার ২৮৯ টাকা। আলিপুরে যে পরিমাণ দর্শক সমাগম হয়েছে তার ধারে কাছেও নেই রাজ্যের বাকি চিড়িয়াখানাগুলি।
advertisement
4/6
এমনকি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে গত একবছরে ভ্রমণ করেছেন দু'লক্ষ ৪৯ হাজার ৪৫৪ জন। জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে গিয়েছেন এক লক্ষ ৮১ হাজার ৭২৫ জন।
advertisement
5/6
২০২৪ সালের ১ লা এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের কোন চিড়িয়াখানায় কতজন পর্যটক গিয়েছেন এবং তাতে কত টাকা আয় হয়েছে তার একটি রিপোর্ট তৈরি করেছে বনদফতর। তাতেই উঠে এসেছে এই তথ্য।
advertisement
6/6
সপ্তাহান্তের ছুটি, গরমের লম্বা ছুটি বা শীতকাল অথবা ক্যালেন্ডারে লাল কালিতে দাগ দেওয়া ছুটির বিশেষ দিনগুলি বছরভরই আলিপুর চিড়িয়াখানা পর্যটকদের কাছে সেরা ডেস্টিনেশন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Alipore Zoo Business : বিরাট ব্যবসা! আয় হচ্ছে প্রচুর, কী কারণে আলিপুর চিড়িয়াখানা টানছে সবচেয়ে বেশি পর্যটক?