TRENDING:

Digha Jagannath Dham: হাতে লম্বা ছুটি মিলতেই দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভক্ত সমাগম! পুজোর ৫ দিনের সংখ্যাটা জানলে চমকে যাবেন

Last Updated:
ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে দুর্গাপুজোয় উৎসবের আবহ তৈরি হল দিঘা জগন্নাথ ধামে। পুজোর পাঁচ দিন একপ্রকার ভিড়ে টই টুম্বুর হয়ে উঠল দিঘা জগন্নাথ ধাম। পাঁচ দিনে জগন্নাথ ধামে প্রায় সাত লাখ মানুষের আগমন। 
advertisement
1/6
হাতে লম্বা ছুটি মিলতেই দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভক্ত সমাগম! জানুন পুজোর ৫ দিনের সংখ্যা
দুর্গাপুজোর দিনগুলিতে দিঘায় পর্যটকদের ভিড়। জগন্নাথ মন্দির দর্শন করলেন লক্ষ লক্ষ ভক্ত। পুজোর পাঁচ দিনে জগন্নাথ মন্দির দর্শনের ভক্তের সংখ্যা জানলে সত্যিই অবাক হবেন! ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে দুর্গাপুজোয় উৎসবের আবহ তৈরি হল দিঘা জগন্নাথ ধামে। পুজোর পাঁচ দিন একপ্রকার ভিড়ে টই টুম্বুর হয়ে উঠল দিঘা জগন্নাথ ধাম। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
2/6
পুজোয় এবার সমুদ্রের পাশাপাশি আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এবছর দিঘায় ভিড় জমান। রোজ সন্ধ্যায় লাইন দিয়ে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে দেখা যায় জগন্নাথ ধামে। দুর্গাপুজো উপলক্ষে জগন্নাথ ধামে মহালয়া থেকেই চলে বিশেষ পুজোপাঠ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়। সুভদ্রা দেবীকে দুর্গাজ্ঞানে পুজো করা হয় জগন্নাথ ধামে।
advertisement
3/6
এই সমস্ত আচার বিধি নিজের চোখে চাক্ষুষ করতে ভক্তরা এক প্রকার লাইন দিয়ে ভিড় জমান জগন্নাথ ধামে। পুজোর কয়েকদিন জগন্নাথ ধাম কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়। জগন্নাথ ধাম ট্রাস্ট সূত্রে খবর, পুজোর প্রতিদিন এক লক্ষের বেশি মানুষ জগন্নাথ ধামে এসেছেন।
advertisement
4/6
নবমীর দিন মানুষের সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে যায়। কাতারে কাতারে মানুষজন ভিড় জমান জগন্নাথ ধামে। পাঁচ দিনে জগন্নাথ ধামে প্রায় সাত লক্ষ মানুষের আগমন ঘটেছে বলে দিঘা জগন্নাথ ধাম ট্রাস্ট সূত্রে খবর।
advertisement
5/6
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথম পুজোতেই বহু মানুষ এসেছেন। পাঁচদিনে প্রায় সাত লক্ষ মানুষ জগন্নাথ ধামে এসেছেন। বিশেষ করে নবমীর দিন মানুষের ভিড় বিশেষ চোখে পড়ার মতো ছিল।”
advertisement
6/6
দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর ভক্তদের লেগেই আছে। যত দিন যাচ্ছে জগন্নাথ মন্দিরে ভক্তের সমাগম বাড়ছে। দুর্গাপুজোয় ছুটিতে সমুদ্রের হৈ হুল্লোড়ের পাশাপাশি জগন্নাথ দর্শনে ভিড় ছাড়াল রেকর্ড মাত্রা! (ছবি ও তথ্যঃ সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Dham: হাতে লম্বা ছুটি মিলতেই দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভক্ত সমাগম! পুজোর ৫ দিনের সংখ্যাটা জানলে চমকে যাবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল