Monsoon Reaches West Bengal: বঙ্গোপসাগরে ভয়ানক শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মৌসুমী বায়ু পৌঁছে গেল উত্তরবঙ্গে, জেলায়-জেলায় তোলপাড় ঝড় বৃষ্টি, ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Monsoon Reaches West Bengal: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই জেলাগুলিতে বর্ষার রূপ ধরা পড়েছে প্রকৃতির বুকে। মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি আর সবুজে মোড়া পাহাড়ি রাস্তা যেন প্রকৃতির এক অন্যরকম সাজ।
advertisement
1/10

আগামী দু-ঘণ্টায় আবহাওয়ার তুমুল রদবদলের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা আবহাওয়া অফিস সতর্কতা জারি করে জানিয়েছে আগামী আর কিছুক্ষণের মধ্যেই ঝড়-জল-বজ্রপাত হুঁশিয়ারি দক্ষিণের ১০ জেলায়।
advertisement
2/10
ঘণ্টা খানেকেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলাতে।
advertisement
3/10
সেইসঙ্গে এই সব জেলাগুলিতে আগামী কিছুক্ষণেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/10
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:নিম্নচাপের চোখরাঙানি উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকেই। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষেধ।
advertisement
5/10
দক্ষিনবঙ্গদক্ষিনবঙ্গে সোমবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলায় দেখা যাবে মেঘলা আকাশ। গরম ও অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। বুধবার থেকে শুক্রবার নিম্নচাপের বৃষ্টি বাড়বে।
advertisement
6/10
এ আজকের সর্বোচ্চ তাপমাত্রা ১৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪° সেলসিয়াস। আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের কিছু অংশে হালকা বৃষ্টিও হতে পারে, যা পর্যটকদের জন্য রোমান্টিক পরিবেশ সৃষ্টি করেছে।
advertisement
7/10
এ আবহাওয়া তুলনামূলকভাবে একটু উষ্ণ। সর্বোচ্চ তাপমাত্রা ২৫° এবং সর্বনিম্ন ১৯° সেলসিয়াস। সেখানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে ৬.২ কিমি/ঘণ্টা গতিবেগে বাতাস বইতে পারে।
advertisement
8/10
জলপাইগুড়ি-তেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১.৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬° সেলসিয়াস।
advertisement
9/10
আলিপুরদুয়ার ও ডুয়ার্স-এর আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াস। ডুয়ার্সে সর্বোচ্চ তাপমাত্রা ৩০° এবং সর্বনিম্ন ২২° সেলসিয়াস।
advertisement
10/10
কোচবিহার-এর আবহাওয়া মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩° সেলসিয়াস
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Monsoon Reaches West Bengal: বঙ্গোপসাগরে ভয়ানক শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মৌসুমী বায়ু পৌঁছে গেল উত্তরবঙ্গে, জেলায়-জেলায় তোলপাড় ঝড় বৃষ্টি, ওয়েদার আপডেট