West Bengal Weather Forecast: ভোট পণ্ড হবে বৃষ্টিতে নাকি দরদরিয়ে ঝরবে ঘাম? জানিলে দিল আবহাওয়া দফতর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
West Bengal Weather Forecast: ভোটের দিন আবহাওয়া কেমন থাকছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/5

*ভোটের লাইনে হাতে থাকবে ছাতা নাকি অসহ্য গরমে ঘাম ঝড়িয়ে ভোট। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখে বাংলার মনে প্রশ্নচিহ্ন। ভোটের দিন আবহাওয়া কেমন থাকছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি।
advertisement
2/5
*ভোটে উত্তরবঙ্গে বৃষ্টির ভোগান্তি হতে পারে। সেই দিক থেকে দক্ষিণবঙ্গে কিছুটা রেহাই। উত্তরবঙ্গে যে আবহাওয়া রয়েছে তা জারি থাকবে। উত্তরবঙ্গে ৫ জেলায় আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। ফাইল ছবি।
advertisement
3/5
*নিচের তিন জেলা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তুলনামূলক কম বৃষ্টি হবে। তবে আগামী শনিবার ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেউত্তরের জেলাগুলিতে। ফের ১১ থেকে জুলাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফাইল ছবি।
advertisement
4/5
*অন্যদিকে, আলিপুর এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৮ জুলাই এবং ১১ জুলাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
5/5
*৩০-৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও গরমের দাবদাহ থাকছে না ভোটে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: ভোট পণ্ড হবে বৃষ্টিতে নাকি দরদরিয়ে ঝরবে ঘাম? জানিলে দিল আবহাওয়া দফতর