Monsoon Hobby Camp: খুদে পড়ুয়াদের আকর্ষণীয় সব কীর্তি! বালসা কাঠ, কাগজ দিয়ে বানাল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট...
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Monsoon Hobby Camp: প্লেন ওড়ানোর প্রাথমিক পাঠ পেল দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির প্রায় ৫০ জন খুদে ছাত্র-ছাত্রী। খুদের হাতেই তৈরি হল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট সহ প্যারাসুটও!
advertisement
1/6

খুদের হাতেই তৈরি হল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট সহ প্যারাসুটও! গোবরডাঙ্গা রেনেসাঁ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আয়োজিত হল এক বিশেষ এ্যারোমডেলিং ওয়ার্কশপ।
advertisement
2/6
যেখানে প্লেন ওড়ানোর প্রাথমিক পাঠ পেল দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির প্রায় ৫০ জন খুদে ছাত্র-ছাত্রী।
advertisement
3/6
‘মনসুন হবি ক্যাম্প’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মশালায় খুদে পড়ুয়ারা নিজেরাই হাতেকলমে তৈরি করল বিভিন্ন ধরনের প্লেনের মডেল। কাগজ ও বালসা কাঠ ব্যবহার করে।
advertisement
4/6
শুধু প্লেন তৈরি করাই নয়, শেখানো হল কীভাবে সেগুলি ব্যালেন্স করতে হয়, ওড়াতে হয়, এমনকি কোথাও কোথাও প্রোগ্রামিং করেও নিয়ন্ত্রণ করা যায়—যা বাস্তবে পাইলটরা প্লেন চালানোর সময় ব্যবহার করেন।
advertisement
5/6
ওয়ার্কশপের শেষে প্রতিটি শিশু তার নিজের হাতে তৈরি করা মডেল উপহার হিসেবে নিয়ে গেলেন বাড়ি, যা তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করে মডেলগুলি।
advertisement
6/6
পার্থ ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত এই কর্মশালায় শিশুদের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, মোবাইলের যুগে, আসক্তি ছেড়ে এই ধরনের উদ্যোগের মাধ্যমে খুব অল্প বয়স থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Monsoon Hobby Camp: খুদে পড়ুয়াদের আকর্ষণীয় সব কীর্তি! বালসা কাঠ, কাগজ দিয়ে বানাল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট...