Mobile Recharge: এক ধাক্কায় বেড়েছে মোবাইল রিচার্জ কার্ডের দাম, কী বলছেন সাধারণ মানুষ? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Mobile Recharge: এক ঝটকায় অনেকখানি বেড়ে গেল রিচার্জ কার্ডের মূল্য , এর প্রভাব কতখানি পড়বে সাধারণ মানুষদের উপরে!
advertisement
1/5

*প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে মুঠোফোনের চাহিদা বাড়ছে। আর ইন্টারনেট ছাড়া মুঠোফোন একেবারেই অচল। তাই গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় ইন্টারনেটের পরিষেবা মেলে। কিন্তু সম্প্রতি মোবাইল রিচার্জ এর মূল্যবৃদ্ধি করেছে টেলিকম কোম্পানিগুলি। আর তাতেই বিপাকে পড়েছে সাধারণ মানুষ। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*এ প্রসঙ্গে এক মোবাইল ব্যবসায়ী বলেন, হঠাৎ করে টেলিকম কোম্পানিগুলি রিচার্জের মূল্য বাড়িয়ে দিয়েছে। এক ধাক্কায় মূল্য বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষকে অনেকখানি সমস্যার মধ্যে পড়তে হবে।
advertisement
3/5
*প্রতিটি রিচার্জেই প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি পড়ে যাচ্ছে। তাই প্রত্যন্ত গ্রাম্য এলাকাগুলির মানুষের এই রিচার্জ কার্ডের অর্থের যোগান করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে।
advertisement
4/5
*স্থানীয় এক বাসিন্দা বলেন, রিচার্জের টাকা বেড়ে যাওয়ার ফলে যা কিছু খারাপ হবে গরিব মানুষের। কারণ যারা বড়লোক তাদের ওপর এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু গরিব মানুষ সমস্যার মধ্যে পড়বে।
advertisement
5/5
*বর্তমানে মোবাইল ছাড়া চলা একপ্রকার অসম্ভব। পড়াশোনার ক্ষেত্রেই হোক বা যে কোনও জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট পরিষেবা খুবই প্রয়োজনীয়। গ্রামগঞ্জে সমস্ত জায়গায় স্মার্টফোনের চাহিদা তাই অনেকখানি বেড়ে গিয়েছে। কিন্তু রিচার্জের এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের সমস্যার মধ্যে ফেলছে। বাড়তি খরচ বেড়ে গেল মধ্যবিত্তের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mobile Recharge: এক ধাক্কায় বেড়েছে মোবাইল রিচার্জ কার্ডের দাম, কী বলছেন সাধারণ মানুষ? জানুন