TRENDING:

ফের জীবনকৃষ্ণের ছুট, ফের দৌড়, আবার পুকুরে ছুড়লেন ফোন! মোবাইল মিললেও মিলল না পাসওয়ার্ড

Last Updated:
রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। জীবনকৃষ্ণের পিসি ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি গিয়েছে।
advertisement
1/5
ফের জীবনকৃষ্ণের ছুট, ফের দৌড়, আবার পুকুরে ছুড়লেন ফোন! মোবাইল মিললেও মিলল না পাসওয়ার্ড
ফের মোবাইল ছুড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল থেকেই বড়ঞার আন্দি গ্রামে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেওয়া হয়। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
advertisement
2/5
অভিযোগ, তিনি ফোনের পাসওয়ার্ড বলতে চাননি। গত ৯০ দিনের কল রেকর্ড ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাঁর উত্তরে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। জীবনকৃষ্ণকে সঙ্গে নিয়ে মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন উদ্ধার করেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি বড়ঞার মহিষগ্রামে রাজেশ ঘোষের বাড়িতেও ইডির হানা হয়েছে।
advertisement
3/5
পাশাপাশি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। জীবনকৃষ্ণের পিসি ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি গিয়েছে।
advertisement
4/5
নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। ২০২৪সালে জামিনে মুক্তি হন।
advertisement
5/5
সোমবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ইডি। জানা গিয়েছে, সোমবার সকালে যখন আন্দি গ্রামে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা দেয় তখনই পালিয়ে যাচ্ছিলেন তিনি। কাদামাখা অবস্থায় তাকে ধরে ফেলে সিআরপিএফ জওয়ানরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ফের জীবনকৃষ্ণের ছুট, ফের দৌড়, আবার পুকুরে ছুড়লেন ফোন! মোবাইল মিললেও মিলল না পাসওয়ার্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল