TRENDING:

MLA Mother and Baby: মা'কে ছাড়া একরত্তি মেয়ে থাকতেই পারে না, বিধায়ক মা জনসংযোগ করবেন কীভাবে? দেখুন কী হল...

Last Updated:
MLA Mother and Baby: একদিকে মায়ের দায়িত্ব অন্যদিকে, বিধায়ক হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতা। দুধের শিশুকে কীভাবে একা ফেলে আসবেন মা তথা বিধায়িকা?
advertisement
1/5
মা'কে ছাড়া একরত্তি মেয়ে থাকতেই পারে না, বিধায়ক মা জনসংযোগ করবেন কীভাবে? দেখুন কী হল...
একদিকে মায়ের দায়িত্ব অন্যদিকে, বিধায়ক হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধতা।তাই ছোট্ট ঐশীকে কোলে নিয়েই শিবিরে হাজির বিধায়ক। বিধায়কের এই ভূমিকার প্রশংসায় স্থানীয় বাসিন্দা থেকে নেটিজেনরা। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
ঐশীকে কার হাতে দিয়ে আসবেন? কারণ সদ্য মা হওয়া বিধায়ককে ছাড়তে চাইছে না কোলের শিশু। তাছাড়াও দুধের শিশুর খাদ্য হিসেবে ভরসা মাতৃদুগ্ধই তাই একপ্রকার বাধ্য হয়েই শিশুকে কোলে নিয়েই একদিকে মায়ের দায়িত্ব। অন্যদিকে, বিধায়ক হিসেবে দায়বদ্ধতা দুটোই পালন করে চলেছেন রায়নার বিধায়ক শম্পা ধাড়া। বৃহস্পতিবার ছোট্ট কন্যা ঐশীকে নিয়েই আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ঘুরলেন বিধায়ক।
advertisement
3/5
বৃহস্পতিবার রায়না-১ নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলের রুসুইখণ্ড মাসুম আলী পাবলিক ইনস্টিটিউশনে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হয়। সেখানেই হাজির হন শম্পা ধাড়া। এদিন বিধায়ককে কোলে শিশুকন্যাকে নিয়ে শিবিরে আসতে দেখে উৎসুক হয়ে ওঠেন অনেকেই।
advertisement
4/5
সহাস্যে বিধায়ক শম্পা ধাড়া জানিয়েছেন, ঐশীকে কার কাছে রেখে আসবে,তাই সঙ্গে নিয়ে এসেছি। শিবিরে আসা মানুষদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এসেছি। শিবির নিয়ে সাধারন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আর ঐশীকে দেখে শিবিরে আসা মানুষেরাও খুব খুশি হয়েছেন।
advertisement
5/5
তিনি আরও জানান, মা হিসেবে আমার যেমন দায়িত্ব রয়েছে সেরকমই বিধায়ক হিসেবেও দায়বদ্ধতা রয়েই যায়। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমি কর্তব্য পালনে পিছু পা হয়নি, কোনদিন হব না। তাই দুই দায়িত্বই সমানভাবে পালন করার চেষ্টা করি ,এটা এমন কোন বড় ব্যাপার নয়। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
MLA Mother and Baby: মা'কে ছাড়া একরত্তি মেয়ে থাকতেই পারে না, বিধায়ক মা জনসংযোগ করবেন কীভাবে? দেখুন কী হল...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল