বাঁকুড়ায় বড় কর্মসূচি রাজ্যের মন্ত্রীর, দূর হবে বহু সমস্যা! কী এমন করলেন বিপ্লব রায় চৌধুরী?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
ইন্দাসের ক্যাম্পে ব্লক প্রশাসনের তরফ থেকে মন্ত্রীকে গলায় উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়
advertisement
1/6

<strong>বাঁকুড়া, অনিকেত বাউরীঃ</strong> বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান'। ক্যাম্পের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।
advertisement
2/6
বৃহস্পতিবার এই ক্যাম্পে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সহ বেশ কিছু জেলা পরিষদের সদস্য ও এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যরা। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
3/6
ক্যাম্পে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী রাজ্যের একাধিক প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখেন। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে শিক্ষাব্যবস্থার উন্নতি, এই সমস্ত বিষয়ে সরকারের ভূমিকার কথা বলেন তিনি। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
4/6
এই দিন বিষ্ণুপুর মহকুমা এলাকায় বেশ কয়েকটি শিবিরের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী ও বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এদিনের শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল দেখার মতো। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
5/6
জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ বলেন, এই প্রকল্প ব্যক্তিগত কোনও কাজের নয়। পাড়ার ছোটখাটো সমস্ত সমস্যা, যেমন- ড্রেন, টিউবওয়েল বা রাস্তা এইসব কাজের জন্য আয়োজন করা হয়েছে। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
advertisement
6/6
ইন্দাসের ক্যাম্পে ব্লক প্রশাসনের তরফ থেকে মন্ত্রীকে গলায় উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। (ছবি ও তথ্যঃ অনিকেত বাউরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ায় বড় কর্মসূচি রাজ্যের মন্ত্রীর, দূর হবে বহু সমস্যা! কী এমন করলেন বিপ্লব রায় চৌধুরী?