Minister on Cycle: সাইকেলে চেপে রাস্তায় ঘুরছেন মন্ত্রী থেকে পুলিশ সুপার! ব্যাপারটা কী?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
কিন্তু কেন নতুন বছরে সাইকেলে চেপে ঘুরছেন তাঁরা? কী বিশেষ কারণে সরকারি গাড়ি ছেড়ে একেবারে সাইকেল নিয়ে পথে নেমে পড়লেন মন্ত্রী ও পুলিশ সুপার !
advertisement
1/4

সাইকেলে চেপে ঘুরছেন মন্ত্রী, পুলিশ সুপার। সাধারণ পথচলতি মানুষ দেখে রীতিমতো হতবাক সকলে!
advertisement
2/4
কিন্তু কেন নতুন বছরে সাইকেলে চেপে ঘুরছেন কেন তাঁরা? কী বিশেষ কারণে সরকারি গাড়ি ছেড়ে একেবারে সাইকেল নিয়ে পথে নেমে পড়লেন মন্ত্রী ও পুলিশ সুপার !
advertisement
3/4
বৃহস্পতিবার পথ নিরাপত্তা বিষয়ক এক কর্মসূচিতে যোগদান করেন মন্ত্রী। সেখানে হুগলির সিঙ্গুর রতনপুর ব্রিজ থেকে কামারকুন্ডু এসপি অফিস পর্যন্ত সাইকেল চালিয়ে বেরিয়ে পড়েন তারা।
advertisement
4/4
পথ নিরাপত্তা সচেতনতা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও গ্রামীণ পুলিশের সুপার কামানাশিস সেন সহ জেলা পুলিশের আধিকারিকরা। ফ্ল্যাগ অফে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবি মান্না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Minister on Cycle: সাইকেলে চেপে রাস্তায় ঘুরছেন মন্ত্রী থেকে পুলিশ সুপার! ব্যাপারটা কী?