TRENDING:

Mini Vrindavan In Kolkata: বৃন্দাবনের মাধুর্যে মাতুন কলকাতাতে বসেই, দক্ষিণেশ্বরের কাছেই নতুন তীর্থস্থান, যাবেন কী করে-রইল সুলুকসন্ধান

Last Updated:
Mini Vrindavan In Kolkata: দক্ষিণেশ্বরের কাছেই আছে কলকাতার এই মিনি বৃন্দাবন, প্রতিদিন হয় বহু মানুষের সমাগম
advertisement
1/6
দক্ষিণেশ্বরের কাছেই আছে কলকাতার এই মিনি বৃন্দাবন, প্রতিদিন হয় বহু মানুষের সমাগম
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দক্ষিণেশ্বরে এখন নতুন আকর্ষণ এই ‘মিনি বৃন্দাবন’। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের পাশাপাশি এখন জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণেশ্বরের ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রম। আর সেই আশ্রমই যেন হয়ে উঠেছে কলকাতার নতুন তীর্থভূমি
advertisement
2/6
প্রতিদিনই ভিড় বাড়ছে আশ্রম প্রাঙ্গণে। শ্রীকৃষ্ণের লীলা থেকে শুরু করে নানা দেবদেবীর মনোরম মূর্তি- সব মিলিয়ে এই আশ্রম এখন দর্শনার্থীদের কাছে কলকাতার এক আকর্ষণীয় ‘মিনি বৃন্দাবন’ হয়ে উঠেছে
advertisement
3/6
আশ্রমে পা রাখা মাত্রই নজর কাড়ছে রাধাকৃষ্ণের লীলা-মঞ্চ, গোবর্দ্ধনধারী কৃষ্ণের জীবন্ত ভাস্কর্য এবং নানা পৌরাণিক চরিত্রের সূক্ষ্ম কারুকার্য। রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ এবং সুরেলা ভজন-কীর্তনের আবহ মিলিয়ে জায়গাটি যেন হয়ে উঠেছে আধ্যাত্মিক শান্তির এক আলাদা কেন্দ্র
advertisement
4/6
আশ্রম কর্তৃপক্ষের দাবি, শহরের মানুষ আধ্যাত্মিক পরিবেশ খুঁজছেন বলেই এখানে দিন দিন ভিড় বাড়ছে। শুধু ভক্ত নন, বহু সাধারণ দর্শনার্থীও এখন এই সাজসজ্জা এবং মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন
advertisement
5/6
স্থানীয়দের মতে, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এখন অনেকেই এই আশ্রমে ঢুঁ মারছেন। অনেকের মতেই, এ যেন একবারে বৃন্দাবনের স্বাদ মিলছে আশ্রমে আসলেই। আশ্রমের এই বদলে যাওয়া রূপে খুশি আশেপাশের ব্যবসায়ীরাও। দর্শনার্থীর ভিড় বাড়ায় দোকানপাটেও লাভ বাড়ছে বলে জানিয়েছেন অনেকে
advertisement
6/6
সব মিলিয়ে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রম এখন দক্ষিণেশ্বরের নতুন পর্যটন কেন্দ্র। ভক্তদের মতে- শহরের বুকেই যেন তৈরি হয়েছে এক টুকরো বৃন্দাবন
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mini Vrindavan In Kolkata: বৃন্দাবনের মাধুর্যে মাতুন কলকাতাতে বসেই, দক্ষিণেশ্বরের কাছেই নতুন তীর্থস্থান, যাবেন কী করে-রইল সুলুকসন্ধান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল