Migratory Birds: ডানায় ডানায় রঙের ছটা! পরিযায়ী পাখি বেড়েছে সুন্দরবনে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
সুন্দরবন টাইগার রিজার্ভের উদ্যোগে আয়োজিত পাখি উৎসবের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তা থেকে জানা গেল পরিযায়ী পাখিদের সংখ্যা ক্রমশ বাড়ছে সুন্দরবনে
advertisement
1/6

গত বছর প্রথম পাখি উৎসব অনুষ্ঠিত হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে। পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সাফল্যকে মাথায় রেখে দ্বিতীয় বছরে সুন্দরবন পাখি উৎসবের আয়োজন করা হয়েছিল।
advertisement
2/6
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পক্ষী প্রেমীরা এই উৎসবে অংশ নেন। তাঁদের তোলা ছবি ইতিমধ্যেই বন দফতরের হাতে পৌঁছেছে এবং সেই ছবি বিশ্লেষণ করে সম্প্রতি রিপোর্টও পেশ করেছে বন দফতর।
advertisement
3/6
বন দফতরের তরফে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবার সুন্দরবনে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই বেড়েছে।
advertisement
4/6
এবার সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে পাখিপ্রেমী ও পাখি বিশেষজ্ঞদের যে ছটি দল ঘুরে ঘুরে ছবি তুলেছে এবং পাখিদের শনাক্ত করেছে তাঁদের দেওয়া রিপোর্ট এবং তথ্য অনুযায়ী সুন্দরবনে আনুমানিক ৮০টি প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলেছে।
advertisement
5/6
গত বছরের তুলনায় এবার ১০ টি প্রজাতির পাখির দেখা কম মিললেও পরিযায়ী পাখিদের সংখ্যা বাড়ায় খুশি বন দফতর। সুন্দরবন পুনরায় পরিযায়ী পাখিদের নিরাপদ স্থান হিসেবে গড়ে উঠছে।
advertisement
6/6
এবারের পাখি উৎসবে ২৫ জন পক্ষী প্রেমী সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি নয়জন পাখি বিশারদ অংশগ্রহণ করেন। ছটি দলে বিভক্ত হয়ে সুন্দরবনের ছয়টি রেঞ্জে এক একটি দল রওনা দেয়। তিনদিন ধরে তাঁরা যে ছবি তুলেছিলেন এবং যে তথ্য সংগ্রহ করেছেন সে সব বিচার বিশ্লেষণ করেই এই রিপোর্ট তৈরি করেছে বন দফতর।