Yaas Update: প্রায় এক মানুষ সমান উঁচু ঢেউ আছড়ে পড়ছে দিঘায়, দেখুন জলচ্ছ্বাসের সেই ছবি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ইয়াস এর প্রভাবে ইতিমধ্যেই ব্যাপক জলোচ্ছাস শুরু হয়ে গিয়েছে দিঘা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ।
advertisement
1/5

• মাঝ-সমুদ্র থেকে এখনও প্রায় ৪০০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস । বুধবার সকালেই আছড়ে পড়ার কথা । কিন্তু এখন থেকেই ফুঁসছে দিঘার সমুদ্র । এর মধ্যে আগামিকাল রয়েছে ভরা কোটাল । সব মিলিয়ে ইয়াসের তাণ্ডব কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভেবেই আশঙ্কায় রাতের ঘুম উড়ছে উপকূলবাসীদের । নিজস্ব চিত্র ।
advertisement
2/5
• মাঝ-সমুদ্র থেকে এখনও প্রায় ৪০০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস । বুধবার সকালেই আছড়ে পড়ার কথা । কিন্তু এখন থেকেই ফুঁসছে দিঘার সমুদ্র । এর মধ্যে আগামিকাল রয়েছে ভরা কোটাল । সব মিলিয়ে ইয়াসের তাণ্ডব কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভেবেই আশঙ্কায় রাতের ঘুম উড়ছে উপকূলবাসীদের । নিজস্ব চিত্র ।
advertisement
3/5
• গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে । পুরোদমে কাজ করতে শুরু করেছে উপকূল রক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌ বাহিনী, আধা সেনা । দিঘা থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে । বকখালি থেকে ১৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিযে যাওয়া হযেছে নিরাপদ স্থানে । নিজস্ব চিত্র ।
advertisement
4/5
• মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বালেশ্বর থেকে ৪৬০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের। নিজস্ব চিত্র ।
advertisement
5/5
• পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে বালেশ্বরের কাছাকাছি এলাকা দিয়ে যাওয়ার কথা ঘূর্ণিঝড় ইয়াসের। আগামীকাল ভোরে তা আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। নিজস্ব চিত্র । Reported By Sujit Bhowmik
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Yaas Update: প্রায় এক মানুষ সমান উঁচু ঢেউ আছড়ে পড়ছে দিঘায়, দেখুন জলচ্ছ্বাসের সেই ছবি