Cyclone Yash -র মারণ ছোবল কোথায়? আগাম সতর্কতায় ত্রস্ত দিঘা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একেবারে আগাম প্রস্তুতি নিতে ব্যস্ত প্রশাসন৷
advertisement
1/4

Cyclone Yasa আসছে! তারই সতর্ক বার্তা জানিয়ে দিঘায় শুরু পুলিশি মাইকিং! ঝড়ের আগাম সতর্কতা জারি করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দিঘা উপকূল থানা ও দিঘা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সৈকত শহর জুড়ে শুরু মাইকিং।
advertisement
2/4
স্থানীয় মানুষজনদের পাশাপাশি মাঝ সমুদ্রে গিয়ে মাছ শিকার করেন যারা, দিঘা উপকূল অঞ্চলের সেইসব মৎস্যজীবিদের উদ্দেশ্যে সতর্কবার্তা জানিয়ে এই মাইকিং বলে পুলিশ জানিয়েছে।
advertisement
3/4
আগাম সতর্কতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে যশ নিয়ে সতর্কতা নিয়ে দিঘায় জরুরি বৈঠকে স্থানীয় বিধায়ক ও মৎস্যমন্ত্রী অখিল গিরি! দিঘার রামনগর ব্লক অফিসে আজ বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেচ দপ্তর, মৎস্য দফতর সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন পরিকল্পনা ঠিক করা হয়েছে। ঝড় পরবর্তী পদক্ষেপ কি হবে?
advertisement
4/4
ফনী এবং আমফানের মতো বড়সড় ঝড়ের অভিজ্ঞতা কাজে লাগিয়েই সবকিছু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অখিল গিরি জানিয়েছেন। ইতিমধ্যেই মৎস্যজীবিদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। সমুদ্র তীরের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে বলে অখিল গিরি জানিয়েছেন। Input- Sujit Bhowmik