Digha| ফুঁসছে দিঘার সমুদ্র, আবার জল ঢুকে পড়ল রাস্তায়, আতঙ্ক সৈকত শহরে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Digha| ফের ফিরছে ইয়াসের স্মৃতি। নিম্নচাপ আর অমাবস্যা, জোড়া ফলায় উত্তাল দিঘার সমুদ্র-
advertisement
1/7

কৌশিকী অমাবস্যায় উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে গার্ড ওয়ালে। সমুদ্রের এই মারণ রূপ দেখতেই ভিড় জমাচ্ছেন বহু ট্যুরিস্ট।
advertisement
2/7
এদিকে জল সমুদ্রতট ছেড়ে ফের রাস্তায় উঠে এসেছে। এই দৃশ্য আবার মনে করাচ্ছে ইয়াসকে। সেবারেও এভাবেই রাস্তায় জল উঠে এসেছিল।
advertisement
3/7
৬ সেপ্টেম্বর মঙ্গলবার কৌশিকী অমাবস্যা, তার আগেই সোমবার সন্ধ্যে থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। কৌশিকী অমাবস্যা ও নিম্নচাপ এই দু'য়ের প্রভাবে বড় বড় ঢেউ এসে ধাক্কা খাচ্ছে দিঘার গার্ড ওয়ালে। জল উপচে পড়ছে দিঘার মেরিন ড্রাইভে।
advertisement
4/7
সমুদ্রের এই রূপ দেখতে রাস্তায় পর্যটকের ভিড়। দুর্ঘটনা এড়াতে দিঘা উপকূল জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। চলছে পুলিশি টহলদারি।
advertisement
5/7
এই পর্যটকের ভিড়ে কোভিড বিধি ব্যহত হচ্ছে এটাই চিন্তার। মাস্ক ছাড়াই অবাধে ঘোরা ফেরা করছেন বহু পর্যটক।
advertisement
6/7
সমুদ্রে না নেমেই সি বিচে দাঁড়িয়েই সমুদ্র স্নান সারছেন তাঁরা। রীতিমতো উচ্ছাস! গতকাল ছিলো কৌশিকী অমাবস্যা। সেই রেশ ধরে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই চলছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং সামুদ্রিক জলোচ্ছাস!
advertisement
7/7
টানা বৃষ্টি আর সমুদ্রের উপচে জল ঢুকে গিয়েছে দিঘা শহরে। দিঘার রাস্তাঘাট জুড়ে জল দাঁড়িয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে সৈকত শহরের রাস্তা। জলমগ্ন রাস্তায় চলছে গাড়ি। দুর্ভোগে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই।