Digha: ইয়াসের তাণ্ডবে তছনছ বাঙালির সাধের দিঘা! কী অবস্থা সমুদ্র নগরীর, দেখুন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্য়ে রয়েছে বাঙালির অন্যতন পর্যটন কেন্দ্র দিঘা (Digha)।
advertisement
1/8

আমফানের তরতাজা স্মৃতি যেতে না যেতেই বাংলায় দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্য়ে রয়েছে বাঙালির অন্যতন পর্যটন কেন্দ্র দিঘা (Digha)।
advertisement
2/8
আবহাওয়াবিদরা আগেই সাবধান করেছিলেন, দিঘায় ভয়ঙ্কর তাণ্ডব চালাবে ইয়াস। পূর্বাভাস ছিল ১৫৫ থেকে ১৬৫ কিমি বেগে ঝড় আছড়ে পড়বে এখানে।
advertisement
3/8
সেই পূর্বাভাস মতোই ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। দিঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। আর তাতেই প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাঙালির সাধের দিঘা।
advertisement
4/8
ঝড়ের তীব্রতা এত ছিল যে কার্যত দিঘা শহর জলের তলায় ডুবে গিয়েছে। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সমুদ্র নগরী।
advertisement
5/8
দিঘার সৈকতে বোল্ডারে বসে সময় কাটানো বাঙালির কাছে এক আকর্ষণীয় বিষয়। সেই বোল্ডারগুলিও সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
advertisement
6/8
উপকূল অঞ্চলে বেশ কিছু দোকান ভেঙে গুড়িয়ে গিয়েছে প্রবল জলোচ্ছাসের দাপটে। সুন্দর করে সাজানো দিঘা শহর কার্যত তছনছ হয়ে গিয়েছে।
advertisement
7/8
ঝড়ের থেকেও সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ায় ও প্রবল জলোচ্ছাসের জন্যই ভেসে গিয়েছে দিঘা শহর।
advertisement
8/8
দিঘা ছাড়াও, মন্দারমণি, শঙ্করপুর ও অন্যান্য সমুদ্র উপকূলেও প্রবল তাণ্ডব দেখিয়েছে ইয়াস। বেশ কিছু অঞ্চল কার্যত জলের তলায় চলে গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: ইয়াসের তাণ্ডবে তছনছ বাঙালির সাধের দিঘা! কী অবস্থা সমুদ্র নগরীর, দেখুন