Cyclone Yaas: ইয়াসের ধাক্কায় লণ্ডভণ্ড একাধিক গ্রাম, বহু মানুষ ঘরছাড়া, দেখুন ছবি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ঘূর্ণিঝড়ে পূ্র্ব মেদিনীপুরের ৮০০-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত ৷ ভেঙে পড়েছে অসংখ্য বাসস্থান ৷
advertisement
1/5

‘ইয়াস’-এর ধাক্কায় দিঘা এখন ধ্বংসস্তূপ। দোকানপাট, সৈকত বরাবর সৌন্দর্যায়নে যে বাহারি বাতিস্তম্ভ লাগানো হয়েছিল, সেগুলো সবই প্রায় উপড়ে পড়েছে ৷
advertisement
2/5
সৈকত বরাবর অধিকাংশ জায়গায় যত দূর চোখ যায় রাশি রাশি কালো পাথর পড়ে রয়েছে। শুধু ওল্ড দিঘাই নয়, নিউ দিঘারও প্রায় এমনই অবস্থা ৷
advertisement
3/5
মন্দারমণি, তাজপুর সব জায়গারই এখন এমনই হাল ৷ এই ছবি মন্দারমণির দক্ষিণ পুরুষোত্তমপুরের ৷
advertisement
4/5
ঘূর্ণিঝড়ে ৮০০-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত ৷ ভেঙে পড়েছে অসংখ্য বাসস্থান ৷
advertisement
5/5
একমাসের মধ্যে দিঘাকে ছন্দে ফেরাতে একযোগে কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। সব দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclone Yaas: ইয়াসের ধাক্কায় লণ্ডভণ্ড একাধিক গ্রাম, বহু মানুষ ঘরছাড়া, দেখুন ছবি