Bangla News|| Durga Puja 2021: ইয়াস আর অতিবৃষ্টিতে তছনছ পদ্মবন! মা দুর্গার আরাধনায় কি সমস্যা হবে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangla News: হাতে সময় কম। পুজোর (Durga Puja 2021) আগে পদ্ম (Lotus) ফুটবে কিনা তা পদ্মাবতীই জানেন।
advertisement
1/6

পুজো আসছে, আর সেই সঙ্গে বাড়ছে পদ্মের চাহিদা। তবে পদ্ম চাষের অবস্থা ভাল নয়। পদ্ম চাষ তুমুল ধাক্কা খেয়েছে ইয়াসের তাণ্ডবে। ঘুর্ণিঝড়, অতিবৃষ্টিতে লণ্ডভণ্ড পুর্ব মেদিনীপুরের পদ্মচাষ। বাজারে পদ্মের অভাব। চাষিদের পুঁজিতে টান। সবটাই তলানিতে ফলে বিপাকে চাষিরা। চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন।যা অবস্থা, তাতে পদ্ম কিনতে এবছর অনেক বেশি গাঁটের কড়ি খরচ করতে হবে পুজো উদ্যোক্তাদের।
advertisement
2/6
পদ্ম ছাড়া পুজো অচল। ১০৮ ফুলের নৈবেদ্য লাগে পুজোয়। সন্ধিপুজোর সেই মূল উপকরণেই টান দিয়েছে ইয়াস। বাঁকুড়ার পদ্ম যখন অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে, তখন ইয়াসের দাপটে পূর্ব মেদিনীপুরের পদ্মচাষ সংকটে। চড়া সুদে বাজার থেকে ঋণ নেওয়া টাকা পরিশোধ হবে কীভাবে তা জানেন না কেউই।
advertisement
3/6
বাজারে পদ্ম বাড়ন্ত। ইয়াস ঝড়ে ভেসে গেছে জলাশয়। নষ্ট হয়েছে পদ্মচাষ। জলমগ্ন ঝিলে পঁচে যাচ্ছে পদ্ম। পুজোর আগে পদ্মই লাভের মুখ দেখায়। মনখারাপ পূর্ব মেদিনীপুরের পদ্মচাষিদের। মোটা টাকা ঋণ নিয়ে চাষের কাজে হাত দিয়েও আজ পদ্মের অকালে কপালে ভাজ পদ্মচাষিদের।
advertisement
4/6
করোনা দুর্ভোগ তো ছিলই। সংকট বাড়িয়েছে প্রাকৃতিক বিপর্যয়। রাজ্যের প্রয়োজনীয় পদ্মের অধিকাংশই জোগান দেন কেশবপুর, পাঁশকুড়া, হলদিয়া, সুতাহাটা, তমলুকের রেলঝিলের পদ্মচাষিরা। পুজোর এক মাস আগেই পদ্ম তুলে হিমঘরে রাখার কাজ শুরু হয়ে যায়। এবার উলটপুরাণ।
advertisement
5/6
পদ্ম তোলার টিনের ছোট্ট ডিঙাগুলি অবহেলায় পড়ে। হতাশ চাষীরা নিজেরাই ঝিলে নেমে পদ্ম খুঁজছেন। পুজো আসছে। যদি কিছু মেলে।
advertisement
6/6
হাতে সময় কম। পদ্ম ফুটবে কিনা তা পদ্মাবতীই জানেন। ফুল চাষীরা জানেন, ফুলবাজারে রীতিমত বনেদি এই পদ্ম। এবার না হোক। আগামীতে সুদিন ফিরক। এই প্রার্থনা নিয়ে পদ্ম ঝিলে পদ্মের খোঁজ চলছে। নিরন্তর। সুজিত ভৌমিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bangla News|| Durga Puja 2021: ইয়াস আর অতিবৃষ্টিতে তছনছ পদ্মবন! মা দুর্গার আরাধনায় কি সমস্যা হবে?