Digha: দেড়শ কেজি’র কই ভোলা উঠল দিঘায়, কত হাজারে বিক্রি হল শুনে চোখ কপালে উঠবে!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মাঝ সমুদ্র থেকে মাছটি নিয়ে সটান দিঘা মোহনার মাছ বাজারে আসে ওড়িশার মৎস্যজীবি। তারপর তা বিক্রি করেন মোটা টাকায় ।
advertisement
1/4

• দেড়শো কেজি ওজনের বিশাল কই ভোলা সামুদ্রিক মাছ ঘিরে হইহই কান্ড দিঘা মোহনার মাছ বাজারে!
advertisement
2/4
• প্রায় ১৫০ কেজি ওজনের বিশাল আকৃতির সামুদ্রিক কই মাছটি বিক্রি হল ৩৫ হাজার টাকায়। ওড়িশার পারাদ্বীপের এক মৎস্যজীবির জালে ধরা পড়ে কই ভোলাটি।
advertisement
3/4
• মাছটি ধরা পড়েছে মাঝ সমুদ্রে মাছ ধরার সময়। হঠাৎই জালে প্রচণ্ড ভারী কিছু আটকে যাওয়ায় জাল টেনে উপরে তুলে ওই ব্যক্তি দেখেন বিশালাকার মাছটিকে । মাঝ সমুদ্র থেকে মাছটি নিয়ে সটান দিঘা মোহনার মাছ বাজারে আসেম ওড়িশার মৎস্যজীবি।
advertisement
4/4
• মোহনার মাছ থেকে কই ভোলাটি কেনেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক ক্রেতা। সব মিলিয়ে ইলিশ মরশুমে যখন দেখা নেই রূপালি শষ্যের, তখনই বড়সড় ওজনের কই ভোলার জালবন্দী হওয়ার ঘটনায় জোর শোরগোল দিঘায়!
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দেড়শ কেজি’র কই ভোলা উঠল দিঘায়, কত হাজারে বিক্রি হল শুনে চোখ কপালে উঠবে!