Micro Art: কখনও রসুনের খোসা দিয়ে, কখনও পেরেকের মাথায় দুর্দান্ত মা দুর্গার রূপ! গৃহবধূর কালেকশন থেকে চোখ ফেরাতে পারবেন না
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Micro Art: বাঁকুড়ার গৃহবধূর হাতে গড়া মা দুর্গার কালেকশন দেখলে অবাক হয়ে যাবেন। দীর্ঘ ১০ বছর যাবত মা দুর্গার সব মৌলিক প্রতিমা বানিয়ে চর্চার শীর্ষে রয়েছেন অর্পিতা সরকার। মূর্তি তৈরির জন্য তিনি কখনও কোনও প্রথাগত শিক্ষা নেননি।
advertisement
1/5

বাঁকুড়ার গৃহবধূর হাতে গড়া মা দুর্গার কালেকশন দেখলে অবাক হয়ে যাবেন। দীর্ঘ ১০ বছর যাবত মা দুর্গার সব মৌলিক প্রতিমা বানিয়ে চর্চার শীর্ষে রয়েছেন অর্পিতা সরকার। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/5
এই বছর বানিয়েছেন সর কাঠি দিয়ে মা দুর্গা। সাইজ মাত্র ১.৭ ইঞ্চি। সংসার সামলে গৃহবধূর নিপুণ হাতের দুর্দান্ত কাজ সাড়া ফেলে দিয়েছে বাঁকুড়া জেলায়।
advertisement
3/5
২০২৩ সালে বানিয়েছিলেন অতি সূক্ষ্ম টেরাকোটার মা দুর্গা। সাইজ মাত্র ১ ইঞ্চি। টেরাকোটা বাঁকুড়ার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে জড়িয়ে ধরে তিনি বানান এই প্রতিমা।
advertisement
4/5
অব্যবহারযোগ্য জিনিস দিয়ে ছৌ নৃত্যশৈলীর আদলে তৈরি করেন দুর্গা প্রতিমা। বেশ রঙিন এই প্রতিমাও নজর কাড়ে সকলের। পেরেকের মাথায় মা দুর্গা বানিয়েছেন তিনি। ভেবে দেখুন কি সূক্ষ্ম কাজ! সংসারের সব কাজ সামলে শিল্পচর্চা করেন অর্পিতা সরকার।
advertisement
5/5
রসুনের কোয়া এবং রসুনের খোসা দিয়ে মা দুর্গা তৈরি করেন তিনি। প্রথাগত শিল্প থেকে সরে গিয়ে এই কাজ করেন তিনি। অর্পিতা সরকার জানান, 'এই ধরণের মূর্তি তৈরির জন্য তিনি কোনও প্রথাগত শিক্ষা নেননি। নিজের চেষ্টাতেই করছেন এই কাজ'। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Micro Art: কখনও রসুনের খোসা দিয়ে, কখনও পেরেকের মাথায় দুর্দান্ত মা দুর্গার রূপ! গৃহবধূর কালেকশন থেকে চোখ ফেরাতে পারবেন না