TRENDING:

আসানসোলেই এবার মায়াপুর ISKCON মন্দির! হয়ে গেল উদ্বোধন, ছবিতে রইল ভিতরের ঝলক

Last Updated:
Mayapur ISKCON Temple in Asansol: শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে
advertisement
1/6
আসানসোলেই এবার মায়াপুর ISKCON মন্দির! হয়ে গেল উদ্বোধন, ছবিতে রইল ভিতরের ঝলক
<strong>পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজাঃ</strong> মায়াপুর ইসকন মন্দির দেখার শখ অনেকের। তবে এখনও বহু মানুষ সেখানে যেতে পারেননি। এবার তাঁদের জন্যই সুবর্ণ সুযোগ! আসানসোলে বসেই মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি গণেশ পুজোর মণ্ডপের দর্শন হয়ে যাবে। এর জন্য আসানসোল ট্রাফিক কলোনির গণেশ চতুর্থীর পুজো মণ্ডপে আসতে হবে। এই পুজো এবার ২৩তম বর্ষে পদার্পণ করছে। আসানসোল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন।
advertisement
2/6
পুজো উপলক্ষে সমগ্র মণ্ডপ নানা আলোয় সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি মণ্ডপে প্রবেশের আগে থেকে রাস্তাগুলিকে বাহারি আলো দিয়ে সাজানো হয়েছে। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
advertisement
3/6
গণেশ চতুর্থীর পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন দৃশ্য। মণ্ডপের কোথাও দেখা যাবে শ্রীকৃষ্ণ তাঁর মায়ের কোলে বসে আদর খাচ্ছে, কোথাও মাখনের পাত্র থেকে মাখন খাচ্ছে, কোথাও আবার শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। মণ্ডপ জুড়ে রয়েছে এমনই নানা ঝলক। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
advertisement
4/6
আসানসোলের টাইগার ক্লাব পেয়েছে অজস্র পুরস্কার। সারাবছর ক্লাবের তরফ থেকে বিভিন্ন জায়গায় নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিলেছে অজস্র ট্রফি। এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মও করা হয়। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
advertisement
5/6
রামায়ণের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মণ্ডপের সামনেই দেখা যাবে এই প্রদর্শনী। রাতে আসলে আরও ভালভাবে দেখা যাবে। কারণ সেই সময় সমগ্র বিষয়টি বিভিন্ন লাইট দিয়ে ফুটিয়ে তোলা হয়। মণ্ডপে এবার অপারেশন সিঁদুরের নারী শক্তিকেও সম্মান জানানো হয়েছে। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
advertisement
6/6
গণেশ চতুর্থী উপলক্ষে আসানসোল টাইগার ক্লাবের পক্ষ থেকে ২৭ তারিখ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হবে। দ্বিতীয় দিন ভজন কীর্তন ও ক্যুইজ কম্পিটিশনের পাশাপাশি টাইগার মেগার ডান্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তৃতীয়দিন খিচুড়ি ভোগ ও রাতে সংগীত সন্ধ্যার আয়োজন থাকবে। চতুর্থদিন প্রতিমা নিরঞ্জন। ক্লাবের সদস্য নিখিল সিং বলেন, 'আমরা একত্রিত হয়ে কাজ করে এই থিম ফুটিয়ে তুলেছি। আমরা প্রত্যেক বছর বিভিন্ন থিমের পুজো করে থাকি। এই বছর মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। এই কয়েকটা দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি'। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আসানসোলেই এবার মায়াপুর ISKCON মন্দির! হয়ে গেল উদ্বোধন, ছবিতে রইল ভিতরের ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল