করোনা আতঙ্কে এবার রাজপথে নয়, মায়াপুরের ইসকন মন্দির চত্বরের ভিতরেই ঘুরল রথের চাকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এ বছর সোশাল মিডিয়াতেই ইসকনের রথযাত্রা দেখে সন্তুষ্ট থাকতে হবে ভক্তদের।
advertisement
1/7

করোনা আতঙ্কে এবার রাজপথে নয়। ইসকনের রথযাত্রা এবার ভার্চুয়াল। রথাযাত্রা পালন হচ্ছে ইসকন মায়াপুর প্রাঙ্গণেই। চন্দ্রোদয় মন্দিরের উঁচু পাঁচিল ঘেরা চত্বরের ভিতরেই রথ টানা হচ্ছে। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
2/7
মায়াপুরে থাকা ভক্তদেরও অনুমতি নেই সেখানে। শুধু সেবকরা যাবতীয় নিয়ম পালন করছেন। ইসকন কর্তৃপক্ষ আগেই জানিয়ে ছিল যে, মায়াপুরে এই বছর মন্দির প্রাঙ্গণের মধ্যেই রথ টানা হবে। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
3/7
প্রতিবছর রথের দিন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছয় ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে। কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য নমো নমো করেই পালন হবে উৎসব। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
4/7
মন্দির প্রাঙ্গণের মধ্যেই ভূমি দফতরে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই উল্টোরথ পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকবেন। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
5/7
সামাজিক দূরত্ব ও সরকারি বিধি মেনেই পালিত হবে রথযাত্রা উৎসব। তবে ভক্তরা রথের রশিতে টান দিতে পারবেন না। বরং ঘরে বসেই সোশাল মিডিয়ার মাধ্যমে রথযাত্রা দেখতে পাবেন ভক্তরা।(Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
6/7
সকনের রথ দেখতে প্রতিবছর দেশবিদেশের হাজার হাজার মানুষের সমাগম হয় ইসকনের মন্দিরে। এবছর করোনা ভাইরাসের জন্য সেই জৌলুস আর দেখা গেল না। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
7/7
অনলাইনে দর্শন মিলবে জগন্নাথদেবের। আপাতত এ বছর সোশাল মিডিয়াতেই ইসকনের রথযাত্রা দেখে সন্তুষ্ট থাকতে হবে ভক্তদের। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
করোনা আতঙ্কে এবার রাজপথে নয়, মায়াপুরের ইসকন মন্দির চত্বরের ভিতরেই ঘুরল রথের চাকা