TRENDING:

Mayapur : মায়াপুরে এবার নতুন সংযোজন আরও এক বিশেষ মন্দির! কবে উদ্বোধন হবে সেই মন্দিরের, জেনে নিন এখনই

Last Updated:
Isckon : আগামী ১৪ তারিখ এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মায়াপুর এলাকায় উৎসাহ ও কৌতূহল তুঙ্গে।
advertisement
1/6
মায়াপুরে এবার নতুন সংযোজন আরও এক বিশেষ মন্দির! কবে উদ্বোধন হবে সেই মন্দিরের
নদিয়া জেলার ধর্মীয় পর্যটনের মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে মায়াপুরে। ইতিমধ্যেই পর্যটক ও ভক্তদের কাছে বিশ্ববিখ্যাত ইসকন মন্দির-এর পাশেই নবনির্মিত হয়েছে শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
আগামী ১৪ তারিখ এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মায়াপুর এলাকায় উৎসাহ ও কৌতূহল তুঙ্গে।
advertisement
3/6
সূত্রের খবর, বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তোলা এই শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির চত্বরটি শুধুমাত্র উপাসনার স্থান হিসেবেই নয়, বরং ভক্ত ও পর্যটকদের জন্য একটি পরিপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে ভক্তদের থাকার জন্য একাধিক আবাসন কক্ষ।
advertisement
4/6
পাশাপাশি রয়েছে বিশাল আকারের একটি বাঁধানো পুকুর, যা মন্দির চত্বরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ভক্তদের সুবিধার্থে সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, প্রতিবছর মায়াপুরে লক্ষ লক্ষ স্থানীয়-বিদেশি ভক্ত ও পর্যটকের সমাগম ঘটে।
advertisement
5/6
মূল আকর্ষণ অবশ্যই ইসকন মন্দির হলেও তার আশপাশে থাকা একাধিক ছোট-বড় মন্দিরেও এই সময় ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি শান্ত পরিবেশ ও গঙ্গার তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য মায়াপুরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে।
advertisement
6/6
এই প্রেক্ষাপটে মায়াপুরের মন্দির তালিকায় শ্রী শ্রী গৌড় নিতাই মন্দিরের সংযোজন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। সংশ্লিষ্ট মহলের আশা, এই নতুন মন্দির উদ্বোধনের পর মায়াপুরে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে স্থানীয় অর্থনীতি ও পর্যটন পরিকাঠামোও নতুন গতি পাবে বলে মনে করছেন
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mayapur : মায়াপুরে এবার নতুন সংযোজন আরও এক বিশেষ মন্দির! কবে উদ্বোধন হবে সেই মন্দিরের, জেনে নিন এখনই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল