TRENDING:

North 24 Parganas News: বছর শেষে কলকাতা যেন হয়ে উঠেছে এক খণ্ড মরুদ্যান! কোথায় এই 'মিনি রাজস্থান'? জানেন না বেশিরভাগ

Last Updated:
বছর শেষে কলকাতা যেন হয়ে উঠেছে এক খন্ড মরুউদ্যান, কোথায় এই মিনি রাজস্থান! 
advertisement
1/6
বছর শেষে কলকাতা যেন হয়ে উঠেছে এক খণ্ড মরুদ্যান! কোথায় এই 'মিনি রাজস্থান' জানেন?
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বছর শেষে এবার রাজস্থানের সংস্কৃতিতে রঙিন শহর কলকাতা! রাজস্থানের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলা কে তুলে ধরে শুরু হয়েছে মরুধর মেলা। চড়ছে উটও
advertisement
2/6
যেখানে মরুপ্রদেশের জীবনধারা, হস্তশিল্প ও খাদ্যসংস্কৃতির বৈচিত্র্যও ধরা দিচ্ছে আগত দর্শকদের জন্য। এই মেলায় অংশ নিয়েছেন রাজস্থানের বিভিন্ন জেলার শিল্পী ও কারুশিল্পীরা। বাহারি রাজস্থানি পোষাক, বাঁধনি ও লেহরিয়া শাড়ি, হাতে তৈরি গয়না, কাঠ ও ধাতুর হস্তশিল্প সামগ্রী, চামড়ার তৈরি জুতো ও ব্যাগ- সব মিলিয়ে বিশেষ আকর্ষণ তৈরি করেছে বছর শেষের আনন্দে কে আরও দ্বিগুণ করতে
advertisement
3/6
খাবারের স্টলগুলিতেও রাজস্থানের ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করার সুযোগ পাচ্ছেন শহরবাসী। দাল-বাটি-চুরমা, গাট্টে কি সবজি, কচৌরি, মির্চি বড়া থেকে শুরু করে ঘেওয়ার ও মালপুয়া, জেলেবির মতো মিষ্টাও বিশেষ চাহিদা তৈরি করেছে
advertisement
4/6
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিনই থাকছে রাজস্থানের লোকসংগীত ও লোকনৃত্য অনুষ্ঠান। কালবেলিয়া নৃত্য, ঘুমর নাচ ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে দর্শকদের মন জয় করছেন শিল্পীরা। পাশাপাশি রাজস্থানের ইতিহাস ও পর্যটনকে তুলে ধরতে তথ্যভিত্তিক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে
advertisement
5/6
আয়োজকদের দাবি, এই মেলার মাধ্যমে একদিকে যেমন রাজস্থানের শিল্প ও সংস্কৃতিকে দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে, তেমনই অন্যদিকে শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রীর ন্যায্য বাজার পাচ্ছেন। এই মেলায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো
advertisement
6/6
সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে হচ্ছে এই মরুধর মেলা। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এটি। ৬টা থেকেই খুলে যাচ্ছে এই মিনি রাজস্থান। যেন এক খণ্ড মরুভূমি নগরী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বছর শেষে কলকাতা যেন হয়ে উঠেছে এক খণ্ড মরুদ্যান! কোথায় এই 'মিনি রাজস্থান'? জানেন না বেশিরভাগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল