Train Cancel: ছ'দিন ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ! আজ থেকে গুরুত্বপূর্ণ লাইনে বাতিল একগুচ্ছ ট্রেন, রইল তালিকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train Cancel: সোমবার দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল থাকছে মোট ছটি ট্রেন। মূলত, লাইন রক্ষণাবেক্ষণের কাজেই এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। দক্ষিণ-পূর্ব শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁতরাগাছি লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য মোট ছয়টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
1/8

*রক্ষনাবেক্ষণের কাজ চলছে, তাই গুরুত্বপূর্ণ শাখায় বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল থাকছে মোট ছটি ট্রেন। মূলত, লাইন রক্ষণাবেক্ষণের কাজেই এক গুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। দক্ষিণ-পূর্ব শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁতরাগাছি লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য মোট ছয়টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
2/8
*বাতিল হয়েছে ২১ তারিখে থাকা ২২৮০৭, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস। ফাইল ছবি।
advertisement
3/8
*বাতিল হয়েছে ২৩ তারিখে থাকা ২২৮০৮, এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস। ফাইল ছবি।
advertisement
4/8
*বাতিল হয়েছে ১৮ তারিখ অর্থাৎ আজ থাকা ২২৮৫৩, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস। ফাইল ছবি।
advertisement
5/8
*বাতিল হয়েছে ১৯ তারিখ অর্থাৎ আগামিকালের ২২৮৫৪, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস। ফাইল ছবি।
advertisement
6/8
*বাতিল ২১ তারিখের ১৮০০৯, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস। ফাইল ছবি।
advertisement
7/8
*বাতিল ২১ তারিখ আজমের হয়ে সাঁতরাগাছি ফিরতি ট্রেন, ১৮০১০, আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস। ফাইল ছবি।
advertisement
8/8
*বিজ্ঞপ্তি অনুযায়ী বাতিল হয়েছে মোট ছটি দূরপাল্লার ট্রেন। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে ট্রেন চলাচলে কিছু কিছু ক্ষেত্রে রাশ টানা হচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েক মাস ধরেই এই লাইনে ট্রেন বাতিলের ঘটনা ঘটতে পারে। যার জেরে ভুগতে পারেন যাত্রীদের। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Cancel: ছ'দিন ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ! আজ থেকে গুরুত্বপূর্ণ লাইনে বাতিল একগুচ্ছ ট্রেন, রইল তালিকা