TRENDING:

এখানে দুর্গাপুজো নিয়ে মাতামাতি নেই, যত আয়োজন 'এই' পুজোয়! থিম দেখলে হাঁ হয়ে যাবেন

Last Updated:
Mansa Puja 2025 : এখানে দুর্গাপুজোর জৌলুস নেই। অথচ মনসা পুজোয় থিমের ছড়াছড়ি। উৎসবে রীতি রেওয়াজ এক থাকলেও বেড়েছে চাকচিক্য।
advertisement
1/5
দুর্গাপুজোর জৌলুস এখানে ফিকে, অথচ মনসা পুজোর আয়োজন দেখলে অবাক হবেন
অষ্টনাগ অর্থাৎ মনসা পুজোয় থিম! বিগত কয়েক বছরে বদলেছে ছবি। মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের পাশাপাশি উৎসব অনুষ্ঠানেও বদলের ছবি। পুজো বা উৎসবে রীতি রেওয়াজ এক থাকলেও বেড়েছে চাকচিক্য ও জৌলুস। তেমনি গত কয়েক বছরে আরও আকর্ষনীয় হয়ে উঠেছে জেলার অষ্টনাগ পুজো। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
এখন মানুষ ভিড় জমিয়ে লাইনে দাঁড়িয়ে প্রতিমা ও মণ্ডপ দর্শনে হাজির হন। গত কয়েক বছরে এমনই ছবি গ্রামীণ হাওড়া'র বেশ কিছু অঞ্চলে। অষ্টনাগ পুজোর জন্য বিখ্যাত উলুবেড়িয়া'র শ্যামপুর ৫৮ গেট অন্যতম। এখানে জাঁকিয়ে পুজো অর্চনার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেজে ওঠে থিমের মণ্ডপ।
advertisement
3/5
দুর্গাপুজো ও কালী পুজোর মতই দর্শনীয় প্রতিমা মণ্ডপ এবং আলোকসজ্জা। পাড়ার ছোট পুজোর সঙ্গে বারোয়ারি বড় বাজেটের পুজো আয়োজিত হচ্ছে। তেমনি এবার উলুঘাটা ৫৮ গেটে এলাকায় উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি সংঘ ও ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় ৩৮ তম বর্ষে তিরুপতি বালাজীর মন্দির আদলে মণ্ডপ।
advertisement
4/5
মানুষের ঢল নামা দেখা যায় উলুবেড়িয়ার বেশ কিছু এলাকায়। পুজো উপলক্ষে আকর্ষণীয় আলোকসজ্জা মণ্ডপ ও প্রতিমা'র পাশাপাশি বিভিন্ন প্রান্তে মেলার পসরা মানুষকে আকৃষ্ট করে। উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি সংঘ ও বাজার ব্যবসায়ী বৃন্দের আয়োজিত পুজো উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।
advertisement
5/5
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই উৎসবের মেজাজ উলুবেড়িয়ার বিভিন্ন গ্রামে। বেশ কিছু এলাকায় দুর্গাপুজোর থেকেও বেশি আনন্দের মনসা পুজো। উলুবেড়িয়ার গদাইপুর গ্রামে হয় না দুর্গাপুজো। গ্রামের প্রধান উৎসব অষ্টনাগ অর্থাৎ মনসা পুজো। সারাবছর অপেক্ষা শেষে, গ্রামের ৮ থেকে ৮০ বয়সের মানুষ নতুন পোশাকে সপ্তাহব্যাপী অষ্টনাগ অর্থাৎ মনসা পুজোয় মেতে ওঠেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এখানে দুর্গাপুজো নিয়ে মাতামাতি নেই, যত আয়োজন 'এই' পুজোয়! থিম দেখলে হাঁ হয়ে যাবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল