Durga Puja 2025: আজও পালিত প্রাচীন রীতি, শারদ নবমী তিথিতে এই গ্রামে সাড়ম্বরে পূজিত হন দেবী মঙ্গলচণ্ডী
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Durga Puja 2025: তবে দুর্গাপুজো না হওয়া নিয়ে গ্রামে কোনও তেমন আক্ষেপ নেই। প্রাচীন রীতি ভেঙে নতুন করে প্রতিমা পুজো শুরু করার পক্ষপাতি নন স্থানীয়রা।
advertisement
1/6

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। গ্রাম থেকে শহর, কিশোর থেকে বৃদ্ধ, সবাই মেতে ওঠেন এই আনন্দোৎসবে। কোথাও আলোর ঝলকানি, কোথাও ঝাঁ চকচকে মণ্ডপসজ্জা, সব মিলিয়ে কয়েকটা দিন গোটা বাংলা যেন ডুবে থাকে উৎসবের আবহে। কিন্তু পূর্ব বর্ধমানের এমন একটি গ্রাম রয়েছে, যেখানে আজও হয় না দুর্গা প্রতিমার পূজা। পুজোর দিনগুলোতে এই গ্রামের বাসিন্দারা আত্মীয়ের বাড়ি কিংবা পার্শ্ববর্তী গ্রামের পুজোতে যোগ দিয়ে সময় কাটান। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
জানা যায়, প্রাচীন রীতিনীতি মেনেই এই গ্রামে বন্ধ রয়েছে দুর্গা প্রতিমার পুজো। তবে দেবী আরাধনা একেবারেই থেমে নেই। মহা নবমীর দিন গ্রামের মঙ্গলচন্ডী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো। সেই দিন রীতিমতো আনন্দ-উৎসবের আবহ তৈরি হয় গোটা গ্রামে।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
স্থানীয়দের কথায়, এই গ্রামে প্রতিষ্ঠিত আছেন দেবী মঙ্গলচন্ডী। তাঁকেই মানা হয় দুর্গার অন্য এক রূপ হিসেবে। তাই দেবীর সম্মানার্থেই বহু বছর ধরে মঙ্গলকোটের পুরাতনহাট গ্রামে বন্ধ রয়েছে দুর্গা প্রতিমার পুজো। শুধু দুর্গাই নয়, কালী এবং লক্ষ্মী প্রতিমার পুজোও বন্ধ রয়েছে এখানে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
গ্রামবাসীরা আরও জানান, দুর্গা প্রতিমার পুজো না হলেও মহানবমীর দিন সমস্ত নিয়মকানুন মেনে দেবীর আরাধনা হয় মঙ্গলচন্ডী মন্দিরে। এছাড়া ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনেও ব্যাপক ধুমধামের সঙ্গে পালিত হয় মঙ্গলচন্ডী পুজো। এ সময় দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
বিশেষত দোল পূর্ণিমার দিন মন্দির প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়। প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকে বিশাল পরিসরে। প্রায় চল্লিশ হাজার দর্শনার্থীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ওই দিনে। এই পুজো ঘিরে গ্রামে তৈরি হয় মিলনমেলা, জমে ওঠে উৎসবের রঙ।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
তবে দুর্গাপুজো না হওয়া নিয়ে গ্রামে কোনও তেমন আক্ষেপ নেই। প্রাচীন রীতি ভেঙে নতুন করে প্রতিমা পুজো শুরু করার পক্ষপাতি নন স্থানীয়রা। তাঁদের দৃঢ় বিশ্বাস, মঙ্গলচন্ডীই দুর্গার আরেক রূপ। তাই রীতি মেনে আজও এই গ্রামে নেই দুর্গা প্রতিমার পূজা, আছে দেবী মঙ্গলচন্ডীর নিরন্তর আরাধনা।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আজও পালিত প্রাচীন রীতি, শারদ নবমী তিথিতে এই গ্রামে সাড়ম্বরে পূজিত হন দেবী মঙ্গলচণ্ডী