এক বউ বেশিদিন ভাল লাগে না, তাই বারবার বিয়ে, ৬ নম্বর বউ এবার নামল আসরে, এবার কী হবে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
নেশা একাধিক বিয়ে করার! এবার স্বামীর অধিকার পেতে ধর্নায় ৬ নম্বর বউ
advertisement
1/6

মুর্শিদাবাদ: একটা বা দুটো বিয়ে নয়। নেশা একটাই তা হল একাধিক বিয়ে করার। সেই মতো ৬টি বিবাহ বন্ধনে আবদ্ধ। আর স্বামীর অধিকার ফিরে পেতে ৬ নম্বর গৃহবধূ হাজির শ্বশুর বাড়ির সামনে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়াতে। Photo - Representative (Meta AI)
advertisement
2/6
জানা গিয়েছে, ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে তাড়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া থানার ধরমপুর এলাকায়। অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ, বিহারের কাটিহার থেকে বিয়ে করে নিয়ে আসা হয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায়। Photo - Representative (Meta AI)
advertisement
3/6
গত চার দিন আগে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর অসহায় গর্ভবতী মহিলা কখনও স্কুলের বারান্দায়, কখনও বা প্রতিবেশীদের দরজায় আশ্রয় নিচ্ছেন। Photo - Representative (Meta AI)
advertisement
4/6
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, গুনধর জামাল শেখ একাধিকবার বিয়ে করেছ। সংখ্যাটি পাঁচ থেকে ছয়। প্রতিবারই একই পদ্ধতিতে বিয়ে করে স্ত্রীদের ছেড়ে দেয়। তাঁর নেশা একাধিক বিয়ে করে কিছুদিন সংসার করে আবার নতুন করে বিয়ে করার।
advertisement
5/6
এই ঘটনার পর বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মিটমাট করতে সালিশি সভাও হয়। কিন্তু তাতেও রাজি হয়নি গুনধর স্বামী। শেষমেশ আজকে সকাল থেকেই স্বামীর বাড়ির গেটের সামনে ধর্নায় বসেন ওই গর্ভবতী মহিলা। তাঁর সাফ দাবি, আমাকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে। এই ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। Photo - Representative (Meta AI)
advertisement
6/6
তবে গুনধর স্বামী একের পর বিবাহের ইচ্ছে তারপরে সংসার করে না স্ত্রীর সঙ্গে। এই কান্ডে হৈ চৈ পড়ে গিয়েছে গোটা এলাকায়। Input - Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এক বউ বেশিদিন ভাল লাগে না, তাই বারবার বিয়ে, ৬ নম্বর বউ এবার নামল আসরে, এবার কী হবে