Mamata Banerjee: প্লাবিত এলাকা পরিদর্শনে এসে ডিভিসিকে নিশানা মমতার! মুখ্যমন্ত্রী বললেন, 'ক্ষোভ কিন্তু বাড়ছে'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: এখনও রাজ্যের বহু অংশ জলমগ্ন হয়ে রয়েছে যার জন্য মানুষের ভোগান্তির শেষ নেই। সেই সব প্লাবিত এলাকা আজ শনিবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/6

এখনও রাজ্যের বহু অংশ জলমগ্ন হয়ে রয়েছে যার জন্য মানুষের ভোগান্তির শেষ নেই। সেই সব প্লাবিত এলাকা আজ শনিবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্লাবিত এলাকা দেখার পরে মমতা নিশানা করলেন ডিভিসি-কে (DVC)।
advertisement
2/6
এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন, এই জলমগ্ন অবস্থা ম্যান মেড বন্যার জন্য। মমতা (Mamata Banerjee) দাবি করেন, রাতের বেলা চক্রান্ত করে ডিভিসি জল ছাড়ে। ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণেই জলমগ্ন হয়ে রয়েছে বহু গ্রাম।
advertisement
3/6
রাজ্যের প্রায় ৮টি জেলার বিভিন্ন অংশ এখনও জলের তলায় রয়েছে। এই ৮ জেলা হল হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। শনিবার প্লাবিত জেলা পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান আরামবাগে। ডুমুর জলা স্টেশন থেকে তিনি রওনা দেন কপ্টারে করে। আরামবাগের কালীপুরে জলে নেমে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
advertisement
4/6
জেলা প্রশাসকদের সঙ্গেও এদিন পরিস্থিতি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। ডিভিসিকে নিশানা করে মমতা বলেন, "রাজ্যকে না জানিয়ে চক্রান্ত করে জল ছেড়েছে ডিভিসি।" তাঁর কথায়, "বছরে চার বার জল ছাড়া হচ্ছে। এবার ডিভিসির থেকে ক্ষতিপূরণ চাইতে হবে। নাহলে সব টাকা জলে চলে যাবে।"
advertisement
5/6
এছাড়াও তোপ দেগে তিনি বলেন, "ডিভিসি কেন্দ্রের অধীনে। কেন্দ্র আমাদের থেকে আয় করবে। আর বারবার ডিভিসি জল ছেড়ে রাজ্যকে ভাসিয়ে দেবে, তা কেন হবে? কেন্দ্রে উচিত মাস্টার প্ল্যান তৈরি করা। সুতরাং ক্ষোভ কিন্তু বাড়ছে।"
advertisement
6/6
মুখ্যমন্ত্রী জানান, ১ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিআরএফ নেমেছে। নবান্ন থেকে ২৮ ঘণ্টা নজর রাখা হচ্ছে। ডিভিসিকে আক্রমণ করে তিনি বলেন, বুকের উপর জল ছাড়া হয়েছে। মানুষকে সমাধি করা হয়েছে। মানুষ যখন ঘুমোচ্ছিল, তখন জল ছাড়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: প্লাবিত এলাকা পরিদর্শনে এসে ডিভিসিকে নিশানা মমতার! মুখ্যমন্ত্রী বললেন, 'ক্ষোভ কিন্তু বাড়ছে'