Makar Sankranti 2023: সকাল থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের ভিড়, জেলার ঘাটগুলিতে কড়া নজরদারি
- Published by:Rachana Majumder
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Makar Sankranti 2023: তবে সব নদী ঘাটগুলিই ঘন কুয়াশায় ঘিরে ছিল সকাল থেকে।
advertisement
1/5

আজ মকর সংক্রান্তির পুণ্যস্নান। পুর্ব মেদিনীপুরের বিভিন্ন নদী ঘাটগুলিতে সকাল থেকে লক্ষ্য করা গেল মানুষের ভিড়। কুয়াশায় ঘেরা পরিবেশে তমলুকের রূপনাণের ঘাটে নেমে স্নান করলেন মানুষ।
advertisement
2/5
জেলার নদী ঘাটগুলিতে চলেছে প্রশাসনের কড়া নজদারি। স্পিড বোট থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স-সহ সবরকম ব্যবস্থা ছিল বিশেষ বিশেষ ঘাটগুলিতে।
advertisement
3/5
দিঘা থেকে কোলাঘাট, তমলুক থেকে হলদিয়া সর্বত্রই নদী এবং সমুদ্র সৈকতজুড়ে পুণ্যলাভের আশায় মকর সংক্রান্তির স্নানে মেতেছেন সকলে।
advertisement
4/5
স্নান চলছে হলদিয়ার টাউনশিপে হলদি নদীতে। চলছে কোলাঘাট ও গেঁওখালি-সহ জেলার সব নদীতেই।
advertisement
5/5
তবে সব নদী ঘাটগুলিই ঘন কুয়াশায় ঘিরে ছিল সকাল থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Makar Sankranti 2023: সকাল থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের ভিড়, জেলার ঘাটগুলিতে কড়া নজরদারি