Major Heatwave Forecast| IMD Weather Alert|| তাপে পুড়ে ছারখার বাংলা, আচমকা আবহাওয়ার বিরাট পরিবর্তন, ভয়ঙ্কর পরিস্থিতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Major Heatwave Forecast: শুরু হতে চলেছে গরমের তৃতীয় স্পেল। প্রথম স্পেল মারাত্মক। হয়েছিল রেকর্ড। দ্বিতীয় বার গরম পড়লে ঘাম ছুটে গিয়েছিল বাঁকুড়ার মানুষের।
advertisement
1/8

*সকাল হতে না হতেই সূর্যের তেজ প্রকট রূপ ধারণ করেছে। পরশু থেকে দেখা নেই বৃষ্টির। রোদের রুদ্র দাবদাহে আবারও পুড়ছে বাঁকুড়া। ফাইল ছবি।
advertisement
2/8
*আজ থেকেই সমগ্র জেলায় বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস। বৃষ্টি না হলে এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
advertisement
3/8
*পূর্বাভাস ছিল গরম বাড়বে, সেই পূর্বাভাস মতোই দেখা নেই ছিটেফোঁটা মেঘের। কাগজে কলমে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
4/8
*এ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন দ্রুততার সাথে বাড়বে তাপমাত্রা। ফাইল ছবি।
advertisement
5/8
*চলতি সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
advertisement
6/8
*ভোর পাঁচ'টায় সূর্যোদয় হয় এবং সন্ধ্যা ৬ঃ২২ মিনিটে সূর্যাস্ত হয়। পূর্ব থেকে পশ্চিমে ৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া। বায়ুতে বেড়েছে আর্দ্রতার পরিমাণ। ফাইল ছবি।
advertisement
7/8
*তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে আদ্রতা। মাত্র ৪৮ শতাংশে নেমেছে আদ্রতার পরিমাণ। অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে এ দিন বাঁকুড়ায়। ফাইল ছবি।
advertisement
8/8
*শুরু হতে চলেছে গরমের তৃতীয় স্পেল। প্রথম স্পেলটি ছিল মারাত্মক। হয়েছিল রেকর্ড। দ্বিতীয় বার গরম পড়লে ঘাম ছুটে গিয়েছিল বাঁকুড়ার মানুষের। তৃতীয় বারের মতো বইবে দাবদাহ। কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই গরম নিয়ে, তা নিয়েই আশঙ্কা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Major Heatwave Forecast| IMD Weather Alert|| তাপে পুড়ে ছারখার বাংলা, আচমকা আবহাওয়ার বিরাট পরিবর্তন, ভয়ঙ্কর পরিস্থিতি