TRENDING:

Fire Incident: নিউটাউনে পেট্রোল পাম্পের সামনে দাউ দাউ করে জ্বলল তেলের ট্যাঙ্কার! চালকের বুদ্ধিতে বাঁচল গোটা এলাকা

Last Updated:
Fire Incident: নিউটাউনে পেট্রোল পাম্পের সামনেই ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, নিউটাউন বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এদিন তেলবাহী ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়।
advertisement
1/6
নিউটাউনে পেট্রোল পাম্পের সামনে ট্যাঙ্কারে ভয়াবহ আগুন! চালকের বুদ্ধিতে বাঁচল গোটা এলাকা
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নিউটাউনে পেট্রোল পাম্পের সামনেই ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, নিউটাউন বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এদিন তেলবাহী ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়।
advertisement
2/6
*এদিন বিকেলের এই ঘটনায় মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত তৎপরতা দেখিয়ে গাড়ির চালক ট্যাঙ্কারটিকে পাম্প থেকে কিছুটা দূরে সরিয়ে নিতে সক্ষম হন। তাঁর বিচক্ষণতার ফলেই পাম্প এলাকা এবং আশপাশের ঘন জনবসতিপূর্ণ অংশ বড় ক্ষতির হাত থেকে রেহাই পেল বলেই মনে করা হচ্ছে।
advertisement
3/6
*ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। নিউটাউন থানা, নিউটাউন ট্রাফিক গার্ড এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়।
advertisement
4/6
*কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে খবর, বিকেলে তেল সরবরাহের জন্য ট্যাঙ্কারটি পাম্পে ঢোকার আগেই চালক প্রথমে ধোঁয়া লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় তিনি পাম্পের সামনে থামেননি, তখন দ্রুত গাড়িটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
advertisement
5/6
*ঠিক সেই সময়ই ট্যাঙ্কারটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কীভাবে এ ঘটনা ঘটল, তা জানতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
advertisement
6/6
*ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়ায় এলাকায়। সাময়িক যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। তবে চালকের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fire Incident: নিউটাউনে পেট্রোল পাম্পের সামনে দাউ দাউ করে জ্বলল তেলের ট্যাঙ্কার! চালকের বুদ্ধিতে বাঁচল গোটা এলাকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল