Howrah News: জিটি রোডে ওয়ান-ওয়ে যান চলাচল! বাড়ল আরও দু'ঘণ্টা সময়
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সকালে আধঘন্টা আগে এবং সন্ধ্যায় আরও দেড়ঘন্টা বাড়ান হল ওয়ান-ওয়ে যান চলাচল হাওড়া জিটি রোডে
advertisement
1/5

হাওড়া শহরে যান চলাচলে সময় পরিবর্তন! শহরে যানজট নিয়ন্ত্রণ করেতে সময় পরিবর্তনা হাওড়া সিটি পুলিশের । হাওড়ার জি টি রোডে যান চলাচলের ক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়া জি টি রোডে ওয়ান-ওয়ে যান চলাচলের সময় সীমা বেড়ে গেল। এতদিন কাজীপাড়া থেকে বঙ্গবাসী যাবার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল সেই সময়সী সকাল -সন্ধ্যা মিলিয়ে প্রায় দুই ঘন্টা বাড়ান হল l
advertisement
3/5
জি টি রোড ওয়ান ওয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে, সকাল ৮ থেকে রাত্রি ৮ পর্যন্ত ছিল। সেই সময়সূচি সকাল ৭:৩০ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত ওয়ান-ওয়ে কার্যকর থাকবে।
advertisement
4/5
ফেরার ক্ষেত্রে শিবপুর গামী সমস্ত গাড়ি ফোরসোর রোড হয়ে জগৎমুখার্জি রোড কাজীপাড়া জিটি রোডে উঠবে।বেলুড় বাজার জেএন মুখার্জি রোড হয়ে হাওড়া স্টেশনের আসবে।
advertisement
5/5
পুলিশ সূত্রে জানা যায়, শহরে গাড়ির চাপ দারুন ভাবে বাড়ছে। সেই মত হাওড়ার জি টি রোডে গাড়ির চাপও দারুন ভাবে বাড়ছে। সুস্থভাবে যান চলাচল করতে সকালে ৩০ মিনিট আগে ওয়ান-ওয়ে কার্যকর হচ্ছে। একই সঙ্গে রাত্রে পুরনো সময়ের পরিবর্তে আরও দেড় ঘন্টা অতিরিক্ত সময় পর্যন্ত ওয়ান-ওয়ে বজায় থাকবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)