TRENDING:

Hooghly news: জনপ্রিয় টিভি শো-এ মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যা, তাঁর মন্তব্যে শোরগোল নেট দুনিয়ায়!

Last Updated:
মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত অধিকারী পরিবারের বড় ছেলে তমাল অধিকারী মেয়ে স্তুতি। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন।
advertisement
1/6
জনপ্রিয় টিভি শো-এ মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যার মন্তব্যে শোরগোল সোশ্যাল মিডিয়ার! 
সম্প্রতি একটি বহুল প্রচলিত রিয়ালিটি শোতে মহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যার মাহেশের রথের একটি বক্তব্যকে ঘিরে শোরগোল তৈরি করেছে। যেখানে সেবাইত কন্যার হুগলির মহেশের রথকে বর্ণনা করতে গিয়ে তাকে পুরীর রথের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন। (রাহী হালদার)
advertisement
2/6
তাঁর এই মন্তব্যকে ঘিরে 'অহংকারী কন্যার' আখ্যা দিয়েছেন সামাজিক মাধ্যমের কিছু নেটিজেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য আমরা পৌঁছেছিলাম মহেশ সেবাই কন্যা স্তুতি অধিকারীর সঙ্গে কথা বলতে।
advertisement
3/6
দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ে প্রতিযোগী ছিলেন স্তুতি। তিনি হুগলির বাসিন্দা,  যার সদ্য নির্বাচিত সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত অধিকারী পরিবারের বড় ছেলে তমাল অধিকারী মেয়ে স্তুতি। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন।
advertisement
4/6
তাঁর মা সঙ্গীত অধিকারীও আগে এই বহুল প্রচলিত রিয়েলিটি শোতে গিয়েছিলেন। ২০১৭ সালে মা সঙ্গীতা অধিকারীও বিজেতা হয়েছিলেন ওই প্রতিযোগিতার। মায়ের পর মেয়ে ধারাবাহিকভাবে বিজয়ীর খেতাব নিজের সঙ্গে রাখলেও। সোশ্যাল মিডিয়ায় নেটিজেন্দের কমেন্ট অনুযায়ী স্তুতির রিয়েলিটি শোতে বলা কিছু বক্তব্য কিছু মানুষের ভাবাবেগকে কষ্ট দিয়েছেন।
advertisement
5/6
এই বিষয়ে স্তুতি অধিকারী তিনি জানান, তিনি কখনই পুরীর সঙ্গে তুলনা করতে চাননি। মাহেশের রথের ঐতিহ্য বর্ণনা করছিলেন। তাঁর কথা অনুযায়ী, ওই রিয়ালিটি শোতে বক্তব্যের মধ্যে তিনি এটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন যে সবচেয়ে উঁচু লোহার রথ। তিনি আরও বলেন , পুরী শ্রীক্ষেত্রকে বলা হয় নীলাচল। আর মাহেশ হল নব নীলাচল। পরিবারের সঙ্গে স্তুতি ও যান পুরীতে।
advertisement
6/6
তবে সমালোচকদের বিশ্লেষণার কথায় স্তুতি উত্তর দিয়েছেন তিনি কোনরকম ভাবেই অহংকারী নন। মাহেশ তাঁদের গর্বের৷ 
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly news: জনপ্রিয় টিভি শো-এ মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যা, তাঁর মন্তব্যে শোরগোল নেট দুনিয়ায়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল