Mahashtami Kumari Puja 2025: শান্তিপুর বাগআঁচড়া রামকৃষ্ণ সমিতির দুর্গাপুজোর মহাষ্টমীতে মহাসমারোহে কুমারী পুজো, দেখুন ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Mahashtami Kumari Puja 2025:সকাল থেকেই ভক্তদের ভিড় জমে ওঠে সমিতি প্রাঙ্গণে। নানা বয়সের দর্শনার্থীরা উপস্থিত ছিলেন এই বিশেষ আচার প্রত্যক্ষ করার জন্য। সমিতির পুরোহিতদের তত্ত্বাবধানে আট থেকে দশ বছরের এক কুমারী কন্যাকে দেবীর প্রতীক রূপে প্রতিষ্ঠা করা হয়।
advertisement
1/6

নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া রামকৃষ্ণ সমিতির দুর্গোৎসব এ বছরও ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে ভরে উঠেছে। পুজোর মহা অষ্টমীতে সমিতির অন্যতম বিশেষ আয়োজন ছিল কুমারী পুজো। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
সকাল থেকেই ভক্তদের ভিড় জমে ওঠে সমিতি প্রাঙ্গণে। নানা বয়সের দর্শনার্থীরা উপস্থিত ছিলেন এই বিশেষ আচার প্রত্যক্ষ করার জন্য। সমিতির পুরোহিতদের তত্ত্বাবধানে আট থেকে দশ বছরের এক কুমারী কন্যাকে দেবীর প্রতীক রূপে প্রতিষ্ঠা করা হয়।
advertisement
3/6
পুজো, আরতি, প্রসাদ নিবেদন ও শঙ্খধ্বনির মাধ্যমে সম্মানিত করা হয়। বিশ্বাস অনুযায়ী, কুমারীতেই বিরাজ করেন দেবী দুর্গা, আর তাই এই পুজোর মাধ্যমে নারীত্ব ও মাতৃত্বের মহিমাকেই শ্রদ্ধা জানানো হয়।
advertisement
4/6
এদিন ভক্তদের মধ্যে ভোর থেকেই ছিল উৎসাহ ও কৌতূহল। পূজা মণ্ডপে শোভাযাত্রার আকারে কুমারীকে আনা হলে “জয় মা দুর্গা” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
advertisement
5/6
পুজো উদ্যোক্তারা জানান, প্রতি বছরই মহা অষ্টমীতে এই কুমারী পুজো আয়োজিত হয় এবং তা সমিতির অন্যতম আকর্ষণ। স্থানীয়রা মনে করেন, এই পুজো শুধু ধর্মীয় নয়, সমাজে নারীশক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধার প্রতীকও বটে। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
advertisement
6/6
শান্তিপুর জুড়ে এদিনের আলোচ্য বিষয় ছিল এই কুমারী পুজো। ভক্তরা জানান, এমন এক মহামুহূর্তের সাক্ষী হতে পারা তাঁদের জীবনে ভিন্ন আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বাগআঁচড়া রামকৃষ্ণ সমিতির এ আয়োজন তাই দুর্গোৎসবের ভিড়ে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Mahashtami Kumari Puja 2025: শান্তিপুর বাগআঁচড়া রামকৃষ্ণ সমিতির দুর্গাপুজোর মহাষ্টমীতে মহাসমারোহে কুমারী পুজো, দেখুন ছবি