South 24 Parganas News: বারবার ভেঙে পড়ছে মগরাহাট রেলস্টেশনের পাশের রেলগেট...! কেন এমনটা ঘটছে? যা দাবি স্থানীয়দের
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ত রেলপথে এদিন সকালে হঠাৎই ভেঙে পড়ল মগরাহাট রেলস্টেশনের পাশে থাকা রেলগেট
advertisement
1/6

শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ত রেলপথে বৃহস্পতিবার সকালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মগরাহাট রেলস্টেশনের পাশের রেলগেট হঠাৎই ভেঙে পড়ে যায় আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ। আচমকা এই দুর্ঘটনায় রেলযাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
2/6
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গেট ভেঙে পড়ার সময় কোনও যানবাহন বা পথচারী সেখানে না থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। বহু যাত্রী ও পথচারি রীতিমত হতবাক হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়।
advertisement
3/6
স্থানীয়দের অভিযোগ, এই রেলগেট অতীতেও একাধিকবার ভেঙে পড়েছে। তবুও রেল কর্তৃপক্ষের তরফে কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এদিনের ঘটনার পর তাঁদের প্রশ্ন—আর কতবার এমন আতঙ্কের মুখোমুখি হতে হবে?
advertisement
4/6
স্থানীয় বাসিন্দা বলেন, “এই রেলস্টেশন ও রেলগেট ব্রিটিশ আমলের। বহু বছর ধরে এর অবস্থা বেহাল। আমরা বহুবার অভিযোগ করেছি, কিন্তু কোনও সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়নি।” তাঁর অভিযোগ, রেল দফতরের উদাসীনতাই আজকের এই বিপজ্জনক পরিস্থিতির কারণ।
advertisement
5/6
ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ভেঙে পড়া গেট মেরামতির কাজ শুরু করলেও, তাতে এলাকার মানুষের আশ্বস্ত হওয়ার মতো কিছু নেই। তাঁদের দাবি, শুধুমাত্র মেরামতি নয়—পুরো গেট ও স্টেশন এলাকায় আধুনিকীকরণ জরুরি। না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
6/6
বর্তমানে মগরাহাটের যাত্রী ও বাসিন্দারা একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এই অব্যবস্থা কবে শেষ হবে? রেল কর্তৃপক্ষ কবে নজর দেবে এই গুরুত্বপূর্ণ রেলপথের পরিকাঠামোর দিকে? এখন তাঁদের ভরসা একটাই—প্রশাসনের হস্তক্ষেপ এবং অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বারবার ভেঙে পড়ছে মগরাহাট রেলস্টেশনের পাশের রেলগেট...! কেন এমনটা ঘটছে? যা দাবি স্থানীয়দের