Madhyamgram Under Black Cloud: বয়স্ক থেকে শিশু নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে, আকাশ এখনও কালো মেঘে ঢেকে, মধ্যমগ্রামে চরম হাল
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Madhyamgram Under Black Cloud: এলাকা ঢেকে কালো ধোঁয়ায়, ১২ ঘন্টা অতিক্রান্ত হলেও পুরোপুরি নিভলো না মধ্যমগ্রাম ডাম্পিং গ্রাউন্ডের আগুন, আতঙ্কে স্থানীয়রা
advertisement
1/5

উত্তর ২৪ পরগনা: প্রায় ১২ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও নেভেনি মধ্যমগ্রামের দিগবেরিয়া ডাম্পিং গ্রাউন্ডের আগুন। রাতভর দমকলের প্রায় সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালালেও ময়লা আবর্জনার স্তুপে ধিকি ধিকি জ্বলছে আগুন।
advertisement
2/5
ফলে এলাকা এখনও ঢেকে রয়েছে কালো ধোঁয়ায়। ধোঁয়া ও দুর্গন্ধ এলাকার শিশু থেকে বয়স্ক মানুষদের মধ্যেও শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যা তৈরি হচ্ছে বলেই জানা গিয়েছে। Photo- Represnetative (Meta AI)
advertisement
3/5
কীভাবে এই আগুন লাগল তা এখনো জানা না গেলেও, আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, উপরিভাগের আগুন নিভে গেলেও ভেতরের নানা জায়গায় আগুন রয়েছে যা পরবর্তীতে জ্বলে ওঠার সম্ভাবনা থাকছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলেও অনুমান।
advertisement
4/5
এলাকায় রয়েছে আতঙ্ক। এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন, এই ডাম্পিং গ্রাউন্ডের কারণে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ও দুর্গন্ধে তারা অতিষ্ঠ। তাঁরা দাবি করছেন, গত কয়েক বছর আগেও এমন পরিস্থিতি ছিল না।
advertisement
5/5
স্থানীয় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে এলাকাবাসীদের ওপর নানা ভাবে চাপ সৃষ্টি করারও অভিযোগ উঠছে। পুলিশ বিষয়টির উপর নজরদারি রাখছে। এখন কতক্ষণে এই ধোঁয়া ও আগুন আতঙ্ক নিয়ন্ত্রণে আসে সেটাই দেখার। Input- Rudra Narayan Roy
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Madhyamgram Under Black Cloud: বয়স্ক থেকে শিশু নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে, আকাশ এখনও কালো মেঘে ঢেকে, মধ্যমগ্রামে চরম হাল