TRENDING:

Madan Mitra: বৃষ্টিতে নদী কামারহাটি! প্যান্ট গুটিয়ে 'জলপথে' বিধায়ক মদন মিত্র, যা বললেন 'দাদা'...

Last Updated:
Madan Mitra: কামারহাটির পরিস্থিতি খতিয়ে দেখতে জলে নামলেন বিধায়ক মদন মিত্র।
advertisement
1/5
বৃষ্টিতে নদী কামারহাটি! প্যান্ট গুটিয়ে 'জলপথে' বিধায়ক মদন মিত্র, যা বললেন 'দাদা'
রবি-সোমের টানা বৃষ্টিতে জলময় গোটা শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বাদ যায়নি কামারহাটিও। বেশিরভাগ জায়গায় আজ মঙ্গলবারও সম্পূর্ণ জলমগ্ন। এদিন সকালে বৃষ্টির বেগ কমেছে ঠিকই কিন্তু যেই সমস্ত নিচু জায়গায় জল ঢুকেছে সেগুলির আজও একই হাল। বিদ্যুৎহীন বহু এলাকা। কামারহাটি (Kamarhati) এলাকায় এদিন দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে জলে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
advertisement
2/5
কামারহাটি পুরসভার ১১ নং ওয়ার্ড-এ এদিনও প্রায় হাঁটু সমান জল। সেই জলমগ্ন অবস্থা ঘুরে দেখলেন মদন মিত্র (Madan Mitra)। কালো টাইট টি-শার্ট, কালো প্যান্টের সঙ্গে চোখে ছিল কালো রোদচশমাটিও। জলে নেমে পাড়ায় পাড়ায় জল ঠেঙিয়ে পায়ে হেঁটে ঘোরেন বিধায়ক মদন মিত্র (TMC MLA)। ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নেন, কথা বলেন কামারহাটির বিধায়ক। মানুষের সুবিধে অসুবিধে, জল নামানোর উপায় ইত্যাদি নিয়ে পুর-প্রশাসনের কর্তাদের পরামর্শ দেন মদন (Madan Mitra)।
advertisement
3/5
জলমগ্ন কামারহাটির এই সমস্যা নিয়ে মদন মিত্র বলেন, “দীর্ঘদিনের সমস্যা এটা। আমি একদিনে সমস্যা মেটাতে পারব না। মানুষ বুঝতে পেরেছে এই সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু করার নেই। পুর কর্তৃপক্ষেরও কিছু করার নেই।” সমস্যা সমাধানের উপায়ও অবশ্য নিজের মতো করেই বাতলে দেন বিধায়ক।
advertisement
4/5
মদন মিত্রের কথায়, “সমস্যা মেটাতে হলে ড্রেজিং করতে হবে। উঁচু করতে হবে রাস্তাও। আর এই কাজ করতে হলে টানা তিনমাস রাস্তা বন্ধ রাখতে হবে। এটা করলে এলাকার মানুষের রুটিরুজি বন্ধ হয়ে যাবে।” তিনি আরও জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি বারাকপুরের সমস্যা সমাধানের জন্য দু’শো কোটি টাকা বরাদ্দ করেছেন।”
advertisement
5/5
এদিন জলযন্ত্রণার মধ্যেই আচমকা বিধায়ককে সামনে পেয়ে এলাকার মানুষ তাঁদের এই সমস্যার কথা তুলে ধরেন। জানান কোন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। জানান অভাব অভিযোগ। দায়িত্ববান অভিভাবকের মতো মদন মিত্রও তাঁদের সঙ্গে কথা বলেন ধৈর্য সহকারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Madan Mitra: বৃষ্টিতে নদী কামারহাটি! প্যান্ট গুটিয়ে 'জলপথে' বিধায়ক মদন মিত্র, যা বললেন 'দাদা'...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল